adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অনাহারে মারা গেছে কয়েক হাজার সিরীয়: জাতিসংঘ

2016_02_29_17_13_49_LS2eK2maxTsHdZozPCO3ephPw6XP3G_originalআন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিদ্ধস্ত সিরিয়ায় গত পাঁচ বছরের সংঘাতে অবরুদ্ধ এলাকাগুলোতে অনাহারে কয়েক হাজার লোক মারা গিয়েছে বলে ধারণা করছে জাতিসংঘ। সোমবার জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান জায়েদ রাদ আল হোসেন এ তথ্য জানান।

গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম চলা সাময়িক যুদ্ধবিরতির তৃতীয় দিনে সিরিয়ার ক্ষতিগ্রস্ত বিভিন্ন শহরে জাতিসংঘের মানবিক সাহায্য প্রেরণকালে এ মন্তব্য করেন তিনি। জায়েদ রাদ আল হোসেন জানান, যুদ্ধের উপায় হিসেবে জনগণকে অনাহারে রাখা নিষিদ্ধ- এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। একইভাবে কোনো অবরুদ্ধ রাখাও নিষিদ্ধ।

সিরিয়ার অবরুদ্ধ শহরগুলোর কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘এখানে কয়েক হাজার লোক অনাহারে মারা গিয়ে থাকতে পারে।’ 

এদিকে খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগে সিরীয় সরকারকে অভিযুক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি বলেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে শুধু অস্ত্র ব্যবহার করেই যুদ্ধ হয়নি। বরং যুদ্ধের অস্ত্র হিসেবে এখানে খাদ্যকেও ব্যবহার করা হয়েছে।’  

কেরি আরো বলেন, ‘অস্ত্রের ব্যবহার এখানো থেমে যায়নি। আর তাই এখানে সাহায্যকর্মীদের কাজ করা এখানো বিপজ্জনক।’ 

জাতিসংঘ এবং এর সহযোগী সংস্থাগুলো অবরুদ্ধ এলাকায় আটকে পড়া সিরীয়দের জন্য সাহায্য প্রেরণের প্রস্তুতি নিচ্ছে। সংস্থাটির একজন মুখপাত্র জানিয়েছেন, সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলীয় শহর মুয়াদামিয়াতে প্রেরণের জন্য ত্রাণভর্তি একটি অনেকগুলো ট্রাক প্রস্তুত রয়েছে। খুব শিঘ্রই এরা শহরটির উদ্দেশ্যে যাত্রা করবে। এছাড়া বুধবারের মধ্যে জাবাদানি, কেফরায়া, ফুয়া এবং মাদায়াতেও ত্রাণ পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। 

জাতিসংঘের তথ্যমতে, সিরিয়ায় অবরুদ্ধ আছে দেশটির প্রায় পাঁচ লাখ নাগরিক। এদের মধ্যে চার লাখ ৬০ হাজার লোকের কাছে সাহায্য পৌঁছানো প্রায় অসম্ভব।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া