adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আম্পায়ারকে গালি দিলেন অজি অধিনায়ক!

2734_smithস্পোর্টস ডেস্ক : তাই বলে আম্পায়ারকে গালি! তাও আবার দলের অধিনায়ক! হ্যা, অকথ্য ভাষায় এবার আম্পয়ারকে গালি দিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক স্টিভেন স্মিথ। ঘটনা- ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের। মধ্যাহ্ন বিরতির আগের ওভারে অসি পেসার জস হ্যাজেলউডের একটি বল নিউজিল্যান্ডের ব্যাটসম্যান কেন উইলিয়ামসনের পায়ে লাগে। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আউটের জোর আবেদন করা হয়। কিন্তু মাঠের আম্পায়ার র‌্যানমোর মার্টিনেজ তাদের আবেদন নাকোচ করে দেন। অস্ট্রেলিয়ার অধিনায়কইস্টভেন স্মিথ রিভিউ নেন। টেলিভিশন আম্পায়ার  রিচার্ড ইলিংওয়ার্থ বিষয়টি বিশ্লেষণ করেন। হটস্পট বিশ্লেষণ করে তিনি মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন। বল উইলিয়ামসনের পায়ে আঘাত হাঁনার আগে ব্যাট ছুঁয়ে যায় বলে তিনি মনে করেন। কিন্তু ‘নটআউট’ সিদ্ধান্ত বহাল রাখার পর ক্ষেপে যান অজি অধিনায়ক স্মিথ। তিনি ছুটে যান মাঠের আম্পায়ার মার্টিনেজের কাছে। তারসঙ্গে ছিলেন জস হ্যাজেলউড। কিন্তু আম্পয়ারের সামনে গিয়ে স্মিথ যেভাবে প্রতিক্রিয়া দেখালেন তাতে সবাই হতভম্ব। ইংরেজি ‘এফ’ অক্ষর দিয়ে শুরু চার অক্ষরের একটি গালি দিয়ে শুরু করে বলেন, ‘….(গালি) তৃতীয় আম্পয়ারটা কে?’ গালির সঙ্গে তার প্রশ্নের ধরনটাও ছিল তীর্যক। এ বিষয়ে একন পর্যন্ত তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে খুব শিগগিরই ব্যবস্থা নিবে বলে মনে হচ্ছে। বিতর্কিত এ মন্তব্যের ম্যাচে জয়ের পথে সফরকারী অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৩৭০ ও অস্ট্রেলিয়া ৫০৫ রানে অলআউট হয়। ১৩৫ রানে পিছিয়ে থেকে নিউজিল্যান্ড চতুর্থ দিন ৩৩৫ রানে অলআউট হয়। যার আউট নিয়ে বিতর্ক সেই উইলিয়ামসন করেন ৯৭ রান। জয়ের জন্য নিজেদের দ্বিতীয় ইনিংসে ২০১ রান সামনে নিয়ে অস্ট্রেলিয়া ১ উইকেটে ৭০ রান তুলেছে। টেস্টের মেষ দিন জয়ের জন্য ৯ উইকেটে তাদের প্রয়োজন ১৩১ রান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া