adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাফর ইকবাল মুক্তচিন্তায় বিশ্বাস করেন না : তসলিমা নাসরিন

bBIovPh-400x331ডেস্ক রিপোর্ট : এবার দেশের স্বনামধন্য লেখক-কলামিস্ট জাফর ইকবালের ‘মুক্তচিন্তা’ নিয়ে প্রশ্ন তুলেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। সস্প্রতি একুশে বইমেলায় ধর্মীয় বিতর্কের কারণে বন্ধ হওয়া একটি স্টল নিয়ে জাফর ইকবালের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, ‘তাঁরা মুক্তচিন্তা বিশ্বাস করেন না।’  শুক্রবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে নিয়ে এমন মন্তব্য করেন। পাঠকের জন্য তসলিমার ফেসবুক স্ট্যাটাস হুবুহু তুলে ধরা হলো:
 
বইমেলায় ব-দ্বীপের স্টল বন্ধ হওয়া আর লেখক প্রকাশকদের গ্রেফতার করা প্রসঙ্গে লেখক মুহম্মদ জাফর ইকবাল বিবিসিতে একরকম বলেছেন, আর দেশের সাংবাদিকদের অন্য রকম বলেছেন। মুহম্মদ জাফর ইকবালের কাছে আমার এক পরিচিত ব্লগার জানতে চেয়েছিল কোন ভার্সানটি ঠিক। তিনি তাকে ইমেইল করেছেন, লিখেছেন, দুটো ভার্সানই ঠিক। প্রথমে তিনি বিবিসকে সাক্ষাৎকার দিয়েছেন। পরে বাংলা একাডেমির একজন পরিচালক, যে বইয়ের কারণে স্টল বন্ধ হয়েছে, সে বই থেকে কয়েক লাইন তাঁকে পড়ে শোনানার পর তাঁর বমি পায়, তিনি দেশের সাংবাদিকদের তখন বলেছেন তিনি মুক্ত চিন্তার পক্ষে কিন্তু তিনি আবর্জনার পক্ষে নন। স্টল বন্ধ করার ব্যাপারটিতেও তিনি একরকম সায় দিয়েছেন। বইটি কেউ যেন না পড়েন, বলেছেন, কারণ বইটি অশ্লীল, অশালীন। আমার প্রশ্ন, আবর্জনা পড়ার অধিকার আমার আছে কী নেই? গণতন্ত্রে বিশ্বাস করলে, বাক স্বাধীনতায় বিশ্বাস করলে, আছে। আমার ইচ্ছে হয়েছে আবর্জনা পড়বো। আমি ওই স্টলে যেতে চাই। আবর্জনা কিনতে চাই এবং পড়তে চাই।ঃধংষরসধ২ আবর্জনা সম্পর্ক আমার কিছু আইডিয়া হোক চাই। আমার যা ইচ্ছে করে তা পড়ার অধিকার নষ্ট করার অধিকার কারও নেই। ‘আমি মুক্ত চিন্তার পক্ষে, কিন্তু. . .’। এই কিন্তু শব্দটিই বিপজ্জনক। কিন্তু শব্দটি ব্যবহার করে যারা মুক্তচিন্তায় বিশ্বাস করার পক্ষে নিজেদের মত প্রকাশ করেন, তাঁরা আসলে মুক্ত চিন্তায় বিশ্বাস করেন না। সবার ‘আবর্জনা’ পড়ার এবং না পড়ার গণতান্ত্রিক অধিকার চাই।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া