adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে এখন ২৬ ভাগ শিক্ষিত বেকার

UGC_Chairman20160206133057ডেস্ক  রিপোর্ট :  বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, বাংলাদেশে এখন ২৬ দশমিক ১ ভাগ শিক্ষিত বেকার রয়েছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শেকড় থেকে শিখে নিজেকে দক্ষ মানব শক্তিতে পরিণত করতে হবে।

৬ ফব্রেুয়ারি শনিবার বিকেলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর সঙ্গে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাম ওতপ্রোতভাবে জড়িত।

নবীনদের উদ্দেশ্যে তিনি বলেন, মেহনতি মানুষের পরিশ্রমের টাকায় তোমারদের পড়াশোনার খরচ চলছে। তাই এ অর্থের সঠিক ব্যবহার করতে হবে। দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে হবে।

আলোচনা শেষে প্রধান অতিথি নবীনদের উদ্দেশ্যে সব্যসাচী কবি সৈয়দ শামসুল হক রচিত `আমার পরিচয়` কবিতাটি আবৃত্তি করেন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোহাম্মদ মতিউর রহমান প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া