adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছুটির দিনে জমজমাট বাণিজ্য মেলা

0202_99519নিজস্ব প্রতিবেদক : ছুটির দিনে দর্শনার্থী ও ক্রেতাদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুক্রবার সকাল থেকেই ভিড় বাড়তে থাকে মেলায়। দুপুরের পর সেই ভিড় উপচে পড়ছে। জমে উঠেছে কেনাকাটাও। মেলার শেষ দিকে এসে বেচাকেনা ভালো হওয়ায় সন্তুষ্ট বিক্রেতারা। তারা জানিয়েছেন, আগামী এক সপ্তাহ এভাবে বেচাবিক্রি হলে তাদের টার্গেট পূরণ হবে।  

বাণিজ্য মেলায় ঘুরে দেখা যায়, নানা বয়সের এবং নানা শ্রেণি-পেশার মানুষ এসেছেন মেলায়। কেউ কেউ প্রয়োজনীয় পণ্য কিনছেন; আবার অনেকেই ঘুরে ঘুরে দেখছেন। পছন্দ হলে কিনছেনও। তবে মেলায় বেশি বিক্রি হচ্ছে গৃহস্থালি পণ্য।

পুরান ঢাকা থেকে মেলায় এসেছেন শাহজাহান ও তার স্ত্রী হাসি আক্তার। তারা জানালেন, গৃহস্থালির বেশ কিছু পণ্য তারা কিনেছেন। নতুন সংসার; তাই বাণিজ্য মেলায় সারছেন প্রয়োজনীয় কেনাকাটা।

মিরপুর থেকে আসা হাশেম আহমেদ জানালেন, তিনি মেলায় এসেছেন মূলত একটি মোবাইল ফোন কিনবেন। বিভিন্ন শো-রুম ঘুরে দেখছেন। এছাড়া পছন্দ হলে অন্যান্য কেনাকাটাও করতে পারেন বলে জানালেন বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত এই যুবক।  

ওয়ালটনের প্যাভিলিয়ন ম্যানেজার আকরামুজ্জামান অপু জানালেন, অন্যান্য দিনের তুলনায় আজ বিক্রি বেড়েছে। তিনি আশা করছেন, মেলা এখন শেষ পর্যায়ে, তাই আগামী সপ্তাহ পুরোটাই মেলায় ভালো বিক্রি হবে। এবার রাজনৈতিক অস্থিরতা না থাকায় মেলায় টার্গেট পরিমাণ বেচাবিক্রি হবে বলেও আশা করছেন তিনি।

শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশে ১ জানুয়ারি শুরু হয়েছে এই মেলা। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে। মেলায় প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য বা টিকিট মূল্য ৩০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা।

এ বছর বাণিজ্য মেলায় ১৩ ক্যাটাগরিতে মোট ৫৫৩টি স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রিমিয়ার প্যাভিলিয়ন ৬০টি, জেনারেল প্যাভিলিয়ন ১০টি, রিজার্ভ প্যাভিলিয়ন ৩টি ও ফরেন প্যাভিলিয়ন ৩৮টি। এ ছাড়া থাকছে প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ৩৬টি, জেনারেল মিনি প্যাভিলিয়ন ১৩টি, রিজার্ভ মিনি প্যাভিলিয়ন ৬টি, ফুডস্টল ২৫টি ও রেস্টুরেন্ট ৫টি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া