adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্যালেন্ডারে গান্ধীর জায়গায় মোদির ছবি, চলছে ক্ষোভ

MODIআন্তর্জাতিক ডেস্ক : ভারতের সরকারি প্রতিষ্ঠান খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনের (কেভিআইসি) ক্যালেন্ডারে মহাত্মা গান্ধীর বদলে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দেয়ায় ব্যাপক বিতর্ক ও সমালোচনা শুরু হয়েছে। এ নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে প্রতিষ্ঠানটির কর্মীদের মধ্যে। কর্মীদের দাবি, এই সিদ্ধান্ত তাদেরকে চরম দুঃখ দিয়েছে।

ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা মহাত্মা গান্ধী তার অহিংস আন্দোলনের পাশাপাশি ভারতের গ্রামীন শিল্প পুনরুজ্জীবনের জন্যও আন্দোলন করেছিলেন।

এই প্রতিষ্ঠানটি মূলত সেই লক্ষ্যেই কাজ করে। খাদি মানে হচ্ছে হস্তচালিত তাঁতে তৈরি এক ধরণের কাপড়। যা ভারতের আত্মনির্ভরতার প্রতীক হিসেবে মহাত্মা গান্ধী ব্যবহার করতেন এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হত।

বছরের পর বছর ধরে কেভিআইসির ক্যালেন্ডার ও ডায়েরিতে মহাত্মা গান্ধীর ছবিই থাকত। কিন্তু চলতি বছরের ক্যালেন্ডার ও ডায়েরিতে গান্ধীর চরকায় সুতা কাটতে থাকা ঐতিহ্যবাহী ছবিটির আদলে নরেন্দ্র মোদির ছবি দেয়া নিয়ে চরম ক্ষোভ তৈরি হয়েছে।

খাদি কর্মকর্তাদের দাবি- তারা এবার ক্যালেন্ডারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি যুক্ত করেছেন কারণ তিনিও গ্রামীন শিল্পের একজন সমর্থক।

তবে খাদির কর্মীরা এই যুক্তি মানতে নারাজ। বৃহস্পতিবার মুম্বাইতে তারা খাদির সদর দফতরে এর বিরুদ্ধে এক মৌন প্রতিবাদে অংশ নেন।

তারা বলেন, ‘ডায়রি এবং ক্যালেন্ডারে আমরা মোদীর ছবি ব্যবহারের বিরুদ্ধে নয়। কিন্তু গান্ধী জি’র ছবি না দেখে কষ্ট পেয়েছি।’

তারা আরও বলেন, ‘আমরা শুধু জানতে চাই কেন গান্ধী স্থান পেল না? আর গান্ধীর কী খাদি শিল্পে কোন প্রাসঙ্গিকতা নেই?’

কেভিআইসি অবশ্য তাদের সিদ্ধান্তে অটল রয়েছে। তাদের ক্যালেন্ডারে নরেন্দ্র মোদির যে ছবিটি ব্যবহার করা হয়েছে, তাতে মোদিকে গান্ধীর মতো করে বসে চরকায় কাপড় বুনতে দেখা যাচ্ছে।

খাদির চেয়ারম্যান ভিনাই কুমার সাক্সেনা জানান, পুরো খাদি শিল্পই গান্ধীর দর্শনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। কাজেই তাকে বাদ দেয়ার কোন প্রশ্নই উঠে না। খবর: বিবিসি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া