adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দীর্ঘদিন পর সমাবেশে যোগ দিচ্ছেন খালেদা জিয়া

khaledapic_111120ডেস্ক রিপোর্ট : ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বেলা দুইটায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে বিএনপি। এই সমাবেশে যোগ দিচ্ছেন দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। দীর্ঘ এক বছরের বেশি সময় পর উন্মুক্ত স্থানে বড় ধরনের কোনো রাজনৈতিক সমাবেশে এই প্রথম যোগদান করছেন তিনি।

সবশেষ ২০১৪ সালের ডিসেম্বরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২০-দলীয় জোটের জনসভায় যোগ দিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

এরপর গত বছরের ৫ জানুয়ারি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে তাঁর যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি তাঁর গুলশানের কার্যালয় থেকে বের হতে পারেননি। সেখানে তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে সবশেষ ২০১২ সালে বক্তব্য দেন বেগম খালেদা জিয়া। অবশ্য গত বছর পয়লা বৈশাখে দলীয় কার্যালয়ের সামনের অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে সংক্ষিপ্ত বক্তৃতায় ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত দুই মেয়র প্রার্থীর পক্ষে ভোট চান। পরে দুই মেয়র প্রার্থীর পক্ষে প্রচার চালাতে রাজপথেও নেমেছিলেন বেগম খালেদা জিয়া। এ সময় তাঁর গাড়িবহরে হামলাও হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া