adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সু চির দল ৭৭.৩ ভাগ আসন পেয়েছে

2015_11_10_09_03_48_8hEuFX83xnMKPd2bRxyxZKVOMV55GQ_originalআন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সাধারণ নির্বাচনের দীর্ঘ আট দিন পর সোমবার সকালে আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে দেখা যায়, নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছে বিরোধী দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। তারা মোট আসনের শতকরা ৭৭ দশমিক ৩ ভাগ আসন পেয়েছে।

পার্লামেন্টের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ মিলিয়ে মোট ৮৮০টি আসন পেয়েছে এনএলডি দলটি। এর মধ্যে নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজিন্টেটিভে তাদের প্রাপ্ত আসন সংখ্যা হচ্চে ৩৮৯টি। এর ফলে এককভাবে সরকার গঠন করতে পারছে সু চির দল। মিয়ানমারে দুই কক্ষ মিলিয়ে পার্লামেন্টের মোট আসন হচ্ছে ১১শ ৩৯টি।

অন্যদিকে পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি এন্ড ডেভলপমেন্ট পার্টি পেয়েছে ১১৫টি আসন যা মোট আসনের মাত্র দশ ভাগ। এছাড়া গোত্রভিত্তিক দলগুলো পেয়েছে বাকি আসন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন আরো পাঁচজন। মিয়ানমার পার্লামেন্টের শতকরা ৭৫ ভাগ নির্বাচিত সদস্য। বাকি ২৫ ভাগ সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত রয়েছে এবং কোনোরকম নির্বাচন যারাই তারা সংসদ সদস্য হিসেবে মনোনীত হয়ে থাকেন।

নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে আগামী বছরের জানুয়ারি মাসে।  ওই অধিবেশনেই ফেব্রুয়ারি নাগাদ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী মার্চ মাসে মিয়ানমারের নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে।

এদিকে সোমবার দেশটিতে বর্তমান পার্লামেন্টের শেষ অধিবেশন শুরু হয়েছে যেখানে অংশ নিচ্ছেন স্বয়ং সু চি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া