adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুর রাইডার্স দলে মিসবাহ

misbah news limon_90014ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের তৃতীয় আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক। রবিবার দেশের অন্যতম ক্যাবল কোম্পানি বিবিএস ক্যাবলসের সাথে জার্সি স্পন্সরের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা জানান রংপুর রাইডার্সের মালিক মুস্তাফা রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিবিএস ক্যাবলসের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার ছাড়াও উর্ধ্বতন অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিবিএস ক্যাবলের সাথে চুক্তি স্বাক্ষর শেষে রফিকুর ইসলাম বলেন, ‘শ্রীলঙ্কার তিলকরতেœ দিলশানের সঙ্গে আমাদের প্রথম কথা হয়েছিল। পরবর্তীতে চিটাগাং দলের সঙ্গে তার কথা হয়। যে কারণে দিলশানকে নিয়ে কিছুটা জটিলতা সৃষ্টি হয়। তবে আমরা ক্রিকেটকে প্রাধান্য দিয়েছি এবং তাকে চিটাগাং দলে ছেড়ে দিয়েছি। তাই বিদেশি কোটায় আমাদের আরও একজন খেলোয়াড় দরকার ছিলো। তাই আমরা মিসবাহকে দলে নিয়েছি। তবে মিসবাহকে দলে নিতে আমাকে অনুরোধ জানান কোচ শেন জার্গেনসেন। আশা করছি সে ভালো খেলবে।’
রংপুরের সাথে থাকতে পেরে বেশ খুশি বিবিএস ক্যাবলসের ম্যানেজিং ডিরেক্টর হাওলাদার।
তিনি বলেন, ‘ক্রিকেটের সাথে যুক্ত হতে পেরে ভালো লাগছে। এজন্য ধন্যবাদ দিতেই হবে রংপুরকে। তাদের সাথে হাত মিলিয়ে ক্রিকেটের উন্নতির জন্য সব করবো।’
আসন্ন আসরে রংপুরের আইকন খেলোয়াড় সাকিব আল হাসান। স্ত্রী সন্তান সম্ভাবনা হওয়ায় বিপিএলের শুরুর দিকে বেশ কিছু ম্যাচে নাও দেখা যেতে পারে। এমনকি ইনজুরির কারণে ওপেনার সৌম্য সরকার শুরুর দিকে কিছু ম্যাচ নাও খেলতে পারেন। তবে দ্রুত সুস্থ হয়ে উঠলে টুর্নামেন্টের প্রথম থেকেই সৌম্যকে পাবে রংপুর।
আগামী ১১ নভেম্বর থেকে রংপুরের অনুশীলন শুরু হবে। তবে যারা জাতীয় দল বা অন্য দলের সাথে যুক্ত আছেন তারা ওই অনুশীলনে থাকবেন না। জিম্বাবুয়ে সিরিজ শেষ হলেই সকল খেলোয়াড়কে নিয়ে পুরোদমে অনুশীলন শুরু করবে রংপুর রাইডার্স।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া