adv
৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নভেম্বরে দুটি নিম্নচাপ- ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে

Weather-one-month-02.11.15.ডেস্ক রিপোর্ট : নভেম্বর মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে এক থেকে দুটি নিম্নচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।
দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিতে আবহাওয়া অধিদফতরের গঠিত বিশেষজ্ঞ কমিটি এ পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া অধিদফতরে সোমবার কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. শাহ আলম এতে সভাপতিত্ব করেন।
দীর্ঘমেয়াদী পূর্বাভাসের প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। এ মাসে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমবে, মাসের শেষ সপ্তাহে রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকতে পারে।

নভেম্বর মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হাল্কা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ মাসে দেশের প্রধান নদ-নদীর পানিপ্রবাহ স্বাভাবিক থাকবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বিশেষজ্ঞ কমিটি সভায় জানিয়েছে, দণি-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) দেশের উপর কম সক্রিয় থাকার কারণে অক্টোবর মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ২১ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রাম বিভাগে স্বাভাবিক অপো ২৬ শতাংশ বেশি, বরিশাল বিভাগে প্রায় স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। দণি-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) গত ১৭ অক্টোবর বাংলাদেশ থেকে বিদায় নেয়।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

অন্ধ্র উপকূল ও তৎসংলগ্ন এলাকার কাছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সক্রিয় রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তবে সমুদ্রবন্দরগুলোকে দু’দিন বহাল থাকা তিন নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া