adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএল – সৌম্য সরকার রংপুরে আর মুস্তাফিজ ঢাকায় খেলবেন

2_87826ক্রীড়া প্রতিবেদক :  বাংলাদেশ প্রিমিয়ার লীগ এর তৃতীয় আসরের জন্য লটারির প্রথম পর্যায়ে রংপুর রাইডার্স সৌম্য সরকারকে ও ঢাকা ডাইনামাইটস মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছেন। এক নজরে দেখে নেয়া যাক প্রথম পর্যায়ে কোন ফ্রাঞ্চাইজি কোন খেলোয়াড়কে দলে ভেড়ালেন।

রংপুর রাইডার্স

ক্যাটাগরী, ‘এ’ সৌম্য সরকার, ক্যাটাগরী ‘এ’ আরাফাত সানি, ক্যাটাগরী ‘এ’ মোহাম্মদ মিথুন, সাকলাইন সজিব, রংপুর রাইডার্স।


ঢাকা ডায়নামাইটস-

ক্যাটাগরী ‘এ’ মুস্তাফিজুর রহমান, ক্যাটাগরী ‘বি’ মোশাররফ হোসেন রুবেল, ক্যাটাগরী ‘বি’ মোসাদ্দেক হোসেন সৈকত, সৈকত আলী।

চিটাগাং ভাইকিংস –

ক্যাটাগরী ‘এ’ এনামুল হক বিজয়, ক্যাটাগরী ‘এ’ তাসকিন আহমেদ, ক্যাটাগরী ‘বি’ জিয়াউর রহমান,‘সি’ ইলিয়াস সানি, ‘বি’ নাইম ইসলাম। 


বরিশাল বুলস –


ক্যাটাগরী ‘এ’ সাব্বির রহমান, ক্যাটাগরী ‘বি’ আল আমিন হোসেন, ক্যাটাগরী ‘এ’ সোহাগ গাজী, শাহরিয়ার নাফিস, তাইজুল ইসলাম।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স –
ক্যাটাগরী গ্রেড ‘এ’ লিটন কুমার দাস, ক্যাটাগরী ‘এ’ ইমরুল কায়েস, ক্যাটাগরী ‘এ’ শুভাগত হোম চৌধুরী, সাঞ্জামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বী।

সিলেট সুপার স্টার্স –


ক্যাটাগরী ‘এ’ রুবেল হোসেন, ক্যাটাগরী ‘এ’ মমিনুল হক, ক্যাটাগরী ‘এ’ আব্দুর রাজ্জাক, কাজী নুরুল হাসান সোহাগ, মোহাম্মদ শহীদ।


বিদেশি খেলোয়াড় –


সিলেট সুপার স্টার্স –

ক্যাটাগরী ‘বি’ ক্রিস জর্ডান (ইংল্যান্ড)

রংপুর রাইডার্স –

ক্যাটাগরী ‘সি’ সাচিত্রা সেনানায়েকে (শ্রীলঙ্কা)

চিটাগাং ভাইকিংস –

ক্যাটাগরী ‘সি’ জীবন মেন্ডিস (শ্রীলঙ্কা)

ঢাকা ডায়নামাইটস –

ক্যাটাগরী ‘সি’ সোহেল খান (পাকিস্তান)

কুমিল্লা ভিক্টোরিয়ান্স –

ক্যাটাগরী ‘সি’ ড্যারেন স্টিভেন্স (ইংল্যান্ড)

বরিশাল বুলস –

ক্যাটাগরী ‘সি’ সেকুগে প্রসন্ন (শ্রীলঙ্কা)

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া