adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় অভিযানে ১৫০ জঙ্গি নিহত, ৩৬ জিম্মি উদ্ধার

Nigeria_bg_614750484আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের অন্তত দেড়শ জঙ্গি নিহত হয়েছে। তাদের কবল থেকে উদ্ধার করা হয়েছে ৩৬ শিশু ও নারী জিম্মিকে।

মঙ্গলবার রাতে উত্তর-পূর্বাঞ্চলের মাদাগালি ও গোবোযা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে ছিল স্থানীয় জঙ্গিবিরোধী ‘আত্মরা বাহিনী’। ওই বাহিনীর বরাত দিয়ে বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানায়।

‘আত্মরা বাহিনী’র যোদ্ধা বুকার জিমেতা জানান, তাদের যৌথ অভিযানে অন্তত দেড়শ’ জঙ্গি নিহত হয়েছে। অভিযান এলাকা থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরকসহ সরঞ্জামাদি।

অভিযান শেষে বোকো হারামের কবলে থাকা ৩৬ শিশু ও নারী জিম্মিকে উদ্ধার করা হয় বলেও জানান জিমেতা।

বোকো হারামের উত্থানের ছয় বছরে তাদের হাতে প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। তবে এবার সন্ত্রাসী গোষ্ঠীটিকে নির্মূলে চূড়ান্ত পদপে নিয়েছে নাইজেরিয়ার সরকার। সম্প্রতি সব নিরাপত্তা বাহিনীকে মিলিয়ে যৌথ অভিযান শুরু করেছে প্রশাসন। এই অবস্থায় বোকো হারাম আগের চেয়ে অনেক দুর্বল হয়ে পড়েছে। এরইমধ্যে মঙ্গলবার সরকারের প থেকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া