adv
৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রিকি পন্টিংয়ের পরই ধোনি

MS Dhoniস্পোর্টস ডেস্ক : অধিনায়ক হিসেবে ব্যাট হাতে ওয়ানডে ক্রিকেটে বেশি রান করার েেত্র দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারতের দলপতি মহেন্দ্র সিং ধোনি। রাজকোটে দণি আফ্রিকার বিপে ৪৭ রান করে আউট হন তিনি। ফলে অধিনায়ক হিসেবে তার রান সংখ্যা গিয়ে দাড়ায় ১৮৪ ম্যাচে ১৫৯ ইনিংসে ৬৩১৩।

ধোনি দ্বিতীয় স্থানে উঠে আসায় তৃতীয় স্থানে নেমে যেতে হয়েছে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফেমিংকে। ২১৮ ম্যাচে ২০৮ ইনিংসে ৬২৯৫ রান করেছেন ফেমিং।
এই তালিকায় সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। ২৩০ ম্যাচে ২২০ ইনিংসে ৮৪৯৭ রান করেছেন পন্টিং।
অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান করা শীর্ষ পাঁচ খেলোয়াড়:


খেলোয়াড়                   রান

রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)         ৮৪৯৭

মহেন্দ্র সিং ধোনি (ভারত)        ৬৩১৩

স্টিফেন ফেমিং (নিউজিল্যান্ড)      ৬২৯৫

অর্জুনা রানাতুঙ্গা (শ্রীলংকা)        ৫৬০৮

গ্রায়েম স্মিথ (দণি আফ্রিকা)      ৫৪১৬

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া