adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা-সিলেটের দূরত্ব কমলো ৪৫ কিমি

52_86158ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকড়ি ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক এর সংযোগস্থল বলভদ্র নদীতে নির্মিত সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাখাই-নাসিরনগর-সরাইল আঞ্চলিক মহাসড়কের উপর সেতুটি স্থাপন করায় সড়কপথে সিলেট ও হবিগঞ্জের সঙ্গে ঢাকার দূরত্ব ৪৫ কিলোমিটার কমেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার পর ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সেতুটি উদ্বোধন করেন।

আগে সিলেট ও হবিগঞ্জ শহর থেকে যে কোনো যানবাহন ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ, মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর হয়ে ভৈরব অংশ দিয়ে ঢাকা যেতো।

এখন ওই সড়কের পাশাপাশি যে কোনো যানবাহন ইচ্ছা করলে হবিগঞ্জ সদর-লাখাই-নাসিরনগর-সরাইল হয়ে ঢাকা যেতে পারবে। ফলে সময় ও দূরত্ব দু’টোই কমবে। ২০১২ সালের ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী বলভদ্র নদীর উপর সেতু নির্মাণের কাজ শুরু হয়। সেতুটি নির্মাণের জন্য ৭ একর ৪৪ শতক জমি অধিগ্রহণ করা হয়।
২১৬.৬৮ মিটার লম্বা এবং ১০.২৫ মিটার প্রশস্ত এ সেতুটি নির্মাণে ২১ কোটি ৮৫ লাখ ৭৭ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানান, হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া