adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সীমান্তে বাংলাদেশি রাখাল দেখতে চায় না বিএসএফ’

Naogaon-BGB-pic-BM01নিজস্ব প্রতিবেদক : ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ দাবি জানিয়েছে ভারতে গরু আনতে বাংলাদেশের কোনো রাখাল যেন অবৈধভাবে সীমান্ত পার না হয়। বিজিবির পক্ষ থেকেও এ ব্যাপারে বিএসএফকে আশ্বস্ত করে জানিয়েছে, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। ভারতের গরুর বিকল্প ব্যবস্থা বাংলাদেশ নিয়েছে।
রোববার বেলা পৌনে ১১টায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ।
এর আগে গত ৩ থেকে ৭ আগস্ট নয়াদিল্লীতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে ২২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করেন। অপরদিকে বিএসএফ মহাপরিচালক শ্রী ডি কে পাঠকের নের্তৃত্বে ২৪ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করেন।
সম্মেলনে ভারতীয় প্রতিনিধিদলের সঙ্গে সম্মেলনে গরু চোরাচালান, সীমান্ত হত্যাসহ মোট ৯টি বিষয়ে বিষদ আলোচনা হয়।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘বিএসএফ আমাদের তো আর অফিসিয়ালি বলতে পারে না যে, বাংলাদেশে গরু বিক্রি করা হবে না। আমরাও বলতে পারি না আপনার সীমান্ত ছেড়ে দেন, বাংলাদেশে গরু আসুক। দেশটি বাংলাদেশে গরু রপ্তানি নিয়ে কঠোরতা অবলম্বন করছে। আমরাও বিকল্প ভাবছি।’
তিনি বলেন, ‘বিএসএফ ডিজি শ্রী ডি কে পাঠক দাবি জানিয়েছে, সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে বাংলাদেশের কোনো রাখাল যেন অবৈধভাবে সীমান্ত পার না হয়। বিজিবি’র পক্ষ থেকে আমরাও জানিয়েছি, বাংলাদেশের কোনো রাখাল অবৈধভাবে সীমান্ত পার হতে দেয়া হবে না। যদি কেউ যায় তাহলে বিএসএফ আইনানুগ ব্যবস্থা নিতে পারে।’
এক প্রশ্নের জবাবে বিজিবি ডিজি বলেন, ‘দেশে ২২ লাখ গরু কোরবানিতে জবাই হয়। ভারত সরকারের কঠোরতায় প্রাথমিকভাবে সমস্যা হলেও এবার তা হতে দেয়া হবে না। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। দেশে গরু উৎপাদন করে এই সমস্যার সমাধানে পদক্ষেপ ইতোমধ্যে নিয়েছে সরকার। আমরা আশা করছি ভারতের গরু ছাড়াই ঈদে কোরবানির গরুর সঙ্কট হবে না।’
তিনি বলেন, ‘গরু আনতে যাওয়াকে কেন্দ্র করে অনেক সময় সীমান্তে কিলিং হয়। আমরা চাই না বাংলাদেশি কোনো রাখাল অবৈধভাবে ভারতে প্রবেশ করুক। তা বন্ধে বিজিবির পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হয়েছে।’

সীমান্ত হত্যা কমেছে –
সীমান্ত হত্যা কমে এসেছে দাবি করে বিজিবি মহাপরিচালক বলেন, ‘সীমান্ত হত্যা জিরো টলারেন্সে নামিয়ে আনার প্রক্রিয়া অনুযায়ী কাজ করছে বিজিবি ও বিএসএফ। গত বছরের তুলনায় এবার সীমান্ত হত্যা কমেছে। ২০১৪ সালে সীমান্তে হত্যার শিকার হয়েছেন ৪০ জন। এর মধ্যে বেসামরিক নাগরিক মারা গেছেন ১৬ জন। চলতি বছরের জুলাই পর্যন্ত সীমান্তে নিহত হয়েছেন ২৬ জন। এর মধ্যে বেসামরিক নাগরিক মারা গেছেন ৭ জন।’
তিনি বলেন, ‘বিজিবি আত্মরক্ষার স্বার্থে গুলি ও হামলার কথা বললেও আমরা বলেছি, আইন আছে। আপনারা গ্রেপ্তার করে দোষীদের বিচারের ব্যবস্থায় নিতে পারেন কিন্তু হত্যা তো করতে পারেন না। বিএসএফ’র পক্ষ থেকে সীমান্ত হত্যা বন্ধে শক্ত পদক্ষেপ নেয়া হবে বলে বিএসএফকে আশ্বস্ত করা হয়।’

ভারতের সঙ্গে যুদ্ধ নয় বন্ধুত্ব –
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিবি ডিজি বলেন, ‘ভারতের ওয়েস্টার্ন ও ইস্টার্ন দুটি সীমান্ত ফ্রন্ট। ওয়েস্টার্ন সীমান্ত পাকিস্তানের সাথে। সেখানে দুই দেশের সীমান্ত বাহিনীরও ইনটেনশন তাকে, কে কার আগে অস্ত্রের ট্রিগারে চাপ দিতে পারে। আর আমাদের সীমান্তের সাথে বিএসএফের ইস্টার্ন সীমান্ত ফ্রন্ট। তাদের সাথে আমাদের ইনটেনশন কে অস্ত্রের ট্রিগারে চাপ না দিয়ে থাকতে পারে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া