adv
১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইয়াকুব মেমনের বিচারককে হুমকি

full_1384958850_1438922693আন্তর্জাতিক ডেস্ক : ইয়াকুব মেমনের মামলার বিচারককে হুমকি দিয়ে একটি চিঠি দেয়া হয়েছে। ভারতের সুপ্রিম কোর্টের বিচারক দিপাক মিশ্রা মেমনের ফাসিঁর বিরুদ্ধে করা শেষ আপিলের বিচারক।

এ ঘটনায় দিল্লি পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং নামহীন চিঠিটি কারা পাঠিয়েছে তা নিয়ে অনুসন্ধান করছেন।

দিপাক মিশ্রার নিরাপত্তা বাড়ানো হলেও চিঠিতে তাকে সর্তক করা হয়েছে। ৩০ জুলাই ফাঁসি কার্যকরের পর থেকেই দিপাক মিশ্রা ও তার দুই সহযোগীর নিরাপত্তা বাড়ানো হয়েছে।  

দিপাক মিশ্রা বলেন, মেমন তার মৃত্যুদণ্ড চ্যালেঞ্জ করার জন্য অনেক সময় এবং সুযোগ পেয়েছে।

উল্লেখ্য, ১৯৯৩ সালে পরপর বিস্ফোরণে তৎকালীন বোম্বে (বর্তমান মুম্বাই) শহরে ২৫৭ জন নিহত ও ৭০০ জন আহত হয়েছিলেন। বিস্ফোরণের ছক পুরোটাই ছিল মেমন পরিবারের। ঘটনার আগে পরিবারের অধিকাংশই দেশ ছেড়ে চলে যান। পরে ইয়াকুব আত্মসমর্পণ করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া