adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৭০ হাজার মানুষ মারা গেছে ১ মিনিটে – আজ হিরোশিমা দিবস

1438830262Peace-Memorial-mtnews24আন্তর্জাতিক ডেস্ক : আজ হিরোশিমা দিবস। ৭০ বছর আগে ১৯৪৫ সালের ৬ আগস্ট সকাল ৮টা ১৫ মিনিটে ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল জাপানের একটি শহর। এত ধ্বংযজ্ঞ পৃথিবী আর কখনো দেখেনি। বি-২৯ বিমানটি ‘লিটল বয়’ পরমাণু বোমা ফেলে হিরোশিমার প্রাণ কেন্দ্রে। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো শহর। সেই দিনটির কথা মনে হলে আঁতকে ওঠে জাপানিরা।

সেদিন মাত্র ৪৪.৪ সেকেন্ডের মধ্যে ঝরে গিয়েছিল ৬০ থেকে ৮০ হাজার তাজা প্রাণ। পরাশক্তি যুক্তরাষ্ট্রের অমানবিক এবং নৃশংস হত্যাযজ্ঞের পরিণামে সৃষ্টি হয়েছিল এ দৃশ্যপট।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণাঙ্গন তখন চরমে পৌঁছে গেছে। মিত্রশক্তির বিরুদ্ধে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল জাপান। দেশটিকে দমাতে মরিয়া হয়ে ওঠে আমেরিকা।

বিশ্ব মনবতা পায়ে ঠেলে ১৯৪৫ সালের আগস্টে পরমাণু বোমা ‘লিটল বয়’ হিরোশিয়ার প্রাণ কেন্দ্রে ছুড়ে দেয় দেশটি। মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায় সবকিছু।

তাৎণিকভাবে নিহত হয় ৬০-৮০ হাজার মানুষ। আর পরবর্তী পরিণাম হিসেবে ২০১৪ সাল পর্যন্ত সর্বমোট ২ লাধিক নাগরিক প্রাণ হারায় হিরোশিমায়।

এর মাত্র তিনদিন পর ৯ আগস্ট ১৯৪৫ সালের ৯ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের স্থানীয় সময় রাত ৩ টা ৪৭ মিনিটে নাগাসাকির ঘুমন্ত মানুষের ওপর 'ফ্যাটম্যান' নামের বোমাটি বিস্ফোরিত হয়। এতেও হাজার হাজার মানুষ হতাহত হন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া