adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপে বাংলাদেশের সামনে আজ অস্ট্রেলিয়া

masafi-1424438881ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপ মিশনের প্রথম বাধাটা সহজেই উতরে গেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ক্রিকেটের প্রাথমিক স্কুলে পড়া আফগানিস্তানকে একরকম গুঁড়িয়ে দিয়েছেন টাইগাররা। বুধবার আফগানদের ১০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।
প্রথম ম্যাচেই দুর্দান্ত সূচনা করা বাংলাদেশের সামনে এবার অস্ট্রেলিয়া-পরীক্ষা। আজ শনিবার বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে অসিদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে। ব্রিসবেনে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।
কিন্তু ম্যাচ মাঠে গড়ানোর আগেই বাদ সাধছে বৃষ্টি। দেশটির উত্তর-পূর্ব উপকূলে অবস্থান করা সাইক্লোন ‘মার্সিয়া’র প্রভাবে শনিবার ব্রিসবেনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতও হতে পারে। ‘গ্যাবা’ নামে পরিচিত ব্রিসবেনের এই মাঠের পিচ গত তিন দিন সূর্যের মুখ দেখেনি! শুক্রবারও সেখানে বৃষ্টি হয়েছে।
বৃষ্টির কারণে শুক্রবার ইনডোরেই নিজেদের অনুশীলন সেরেছেন অস্ট্রেলিয়া ও বাংলাদেশের খেলোয়াড়রা। এখন শনিবার ম্যাচ মাঠে গড়ানো সম্পূর্ণ নির্ভর করছে ব্রিসবেনের আবহাওয়ার ওপর। তবে ম্যাচের দৈর্ঘ্য কমিয়েও খেলা হতে পারে। এদিকে চার বছর পর ওয়ানডেতে মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ। দুই দল শেষ বার ২০১১ সালে ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল। সেবার ঘরের মাঠে ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। 
এ পর্যন্ত অস্ট্রেলিয়া-বাংলাদেশ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে মোট ১৯ বার। যার ১৮টিতেই জিতেছেন অসিরা। অপর ম্যাচটি জিতেছেন টাইগাররা। ২০০৫ সালে ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছিল বাংলাদেশ। কার্ডিফের সেই ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ২৪৯ রান করেছিল অস্ট্রেলিয়া। জবাবে ৪ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়া-বধের নায়ক ছিলেন মোহাম্মদ আশরাফুল। ১০১ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি।
ওয়ানডে বিশ্বকাপে এবার নিয়ে তৃতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। এর আগে ১৯৯৯ ও ২০০৭ বিশ্বকাপের দুটি ম্যাচে বড় ব্যবধানে হারেন টাইগাররা। এবার একটি গুরুত্বপূর্ণ ও মজার তথ্য দেওয়া যাক, এর আগে ‘গ্যাবা’ বা ব্রিসবেনে একটিমাত্র বিশ্বকাপের ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। ১৯৯২ বিশ্বকাপে ভারতের বিপক্ষে সে ম্যাচে নাটকীয়ভাবে ১ রানে জেতেন অসিরা। কাকতালীয় হলেও সত্যি, সে ম্যাচেও বাগড়া দিয়েছিল বৃষ্টি! যদিও ম্যাচের মাঝখানে। আগে ব্যাট করে ৯ উইকেটে ২৩৭ রান করে অস্ট্রেলিয়া। 
লক্ষ্যে খেলেতে নেমে ১৬.২ ওভারে ভারতের সংগ্রহ যখন বিনা উইকেটে ৪৫ রান তখন বৃষ্টির কারণে ১৫ মিনিট খেলা বন্ধ থাকে। ফলে ৪৭ ওভারে ভারতের নতুন লক্ষ্য দাঁড়ায় ২৩৬ রান। কিন্তু শেষ বলে অলআউট হওয়ার আগে ২৩৪ রান করে মোহাম্মদ আজহারউদ্দিনের দল। শেষ দুই বলে কোনো রানই নিতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা! শেষ দুই বলে তাদের দুই ব্যাটসম্যান রান আউটের শিকার হন! ফলে বৃথা যায় আজহারউদ্দিনের ৯৩ রানের দারুণ এক ইনিংস।  
ব্রিসবেনে এবার নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ম্যাচ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে ফিরছেন গত নভেম্বর থেকে কোনো ওয়ানডে না খেলা মাইকেল ক্লার্ক। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছিলেন এই অসি অধিনায়ক। অস্ত্রোপচারের পর বিশ্রাম নিয়ে এখন সম্পূর্ণ ফিট ক্লার্ক। কিন্তু তার ফেরার ম্যাচে বাদ সাধছে বৃষ্টি! ১১তম বিশ্বকাপে বাংলাদেশের মতো অস্ট্রেলিয়াও একটি ম্যাচ খেলে ফেলেছে। ইংল্যান্ডের বিপক্ষে সে ম্যাচে ১১১ রানের বড় ব্যবধানে জিতেছেন অসিরা। ফলে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দুই দলের সামনেই পয়েন্ট বাড়ানোর সুযোগ। 
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ে ব্যাটিংয়ে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ক্রিকেটের তিন ফরম্যাটের সেরা অলরাউন্ডার সাকিব ব্যাট হাতে ৬৩ রান করার পাশাপাশি বল হাতেও নেন ২ উইকেট। আর দলীয় সর্বোচ্চ ৭১ রান আসে মুশফিকের ব্যাট থেকে। সৌম্য সরকারও দলকে ২৮ রানের দারুণ এক ইনিংস উপহার দেন। অস্ট্রেলিয়ার বিপক্ষেও জ্বলে উঠতে পারে এই তিনজনের ব্যাট। 
বোলিংয়েও বেশ আক্রমণাত্মক বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে অধিনায়ক মাশরাফি দুর্দান্ত বোলিং করেছেন। মাত্র ২০ রান দিয়ে ৩ আফগান ব্যাটসম্যানকে সাজঘরের পথ দেখান দেশসেরা এই পেসার। সঙ্গে রুবেল হোসেন ও তাসকিন আহমেদও বোলিংয়ে আগুন ঝরিয়েছেন। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের দিশেহারা করে দিতে প্রস্তুত এই তিন টাইগার পেসার।
 শেষে আরেকটি তথ্য দেওয়া যাক, অস্ট্রেলিয়া ও বাংলাদেশ তাদের শেষ ৫ ওয়ানডের সব কটিতেই জয়ের স্বাদ নিয়েছে। শনিবারের ম্যাচে কোন দল পরাজয়ের তিক্ত স্বাদ পায় বা বৃষ্টির কারণে ম্যাচটিই পণ্ড হয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়!

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া