adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চাষী নজরুলের চিকিতসার ভার নিলেন খালেদা জিয়া

er1-300x165-215x165ডেস্ক রিপোর্ট : জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকজয়ী চলচ্চিত্র পরিচালক মুক্তিযোদ্ধা চাষী নজরুল ইসলামের চিকিতসার দায়িত্ব নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার রাতে চাষী নজরুল ইসলামের স্ত্রী মিসেস জোতস্না কাজী খালেদা জিয়ার সাথে সাক্ষাত করেন। এসময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালদা জিয়া তার চিকিতসার খোঁজ খবর নেন। এবং চিকিতসার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন। উন্নত চিকিতসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হলেও তার দায়িত্ব নিয়েছেন তিনি।
খালেদা জিয়া চাষী নজরুলের চিকিতসার সার্বক্ষণিক খোঁজ খবর রাখার জন্য দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার উপদেষ্টা ডাঃ এ জেড এম জাহিদ হোসেনকে দায়িত্ব দেন।
গাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস, জাসাসে সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক।
গত ৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে পেটে ভীষণ ব্যথা অনুভূত হওয়ায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালের ভর্তি হন চাষী নজরুল ইসলাম। চিকিতকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন, তার পেটে সংক্রমণ ধরা পড়েছে। লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। তিনি ক্যান্সার বিশেষজ্ঞ (অনকোলজিস্ট) প্রফেসর সৈয়দ আকরাম হোসেনের তত্ত্বাবধানে চিকিতসাধীন আছেন। বুধবার তিনি বাসায় ফিরেছেন।
৭৩ বছর বয়সী এই চল”িচত্র পরিচালক চাষী নজরুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ পরবর্তী সমাজ সংস্কারে তিনি অনন্য ভূমিকা রেখেছেন। তুরণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানানোর জন্য তিনি মুক্তিযুদ্ধভিত্তিক অসংখ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। শুধু মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নয়, যুদ্ধপরবর্তী বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ যেকোনো সংকটমুহূর্তে সাহসী ভূমিকা পালন করেছেন। স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে ছিলো তার ঘনিষ্ঠ সম্পর্ক।
চাষী নজরুল ইসলাম ১৯৬১ সালে ফতেহ লোহানীর ‘আছিয়া’ সিনেমার সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে পদার্পন করেন। তারপর পরিচালক ওয়াহেদ-উল-হকের সঙ্গেও বেশ কিছুদিন সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। চাষী নজরুল ইসলাম নির্মিত প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। তারপর তিনি ‘সংগ্রাম’, ‘ভালো মানুষ’, ‘বাজিমাত’, বেহুলা লক্ষিন্দর’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘হাসন রাজা’, ‘মেঘের পরে মেঘ’, ‘শাস্তি’, ‘সুভা’র মতো সিনেমা নির্মাণ করেছেন। ১৯৮২ সালে বুলবুল-কবরী-আনোয়ারাকে নিয়ে ‘দেবদাস’ নির্মাণ করেছিলেন। ২০১৩ সাল এসে শাকিব খান-অপু বিশ্বাস-মৌসুমীকে নিয়ে আবারও বানান সিনেমাটি।
১৯৮৬ সালে ‘শুভদা’, ১৯৯৭ সালে ‘হাঙর নদী গ্রেনেড’ চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০০৪ সালে পান একুশে পদক।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া