adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তদন্ত পরিকল্পনায় ইসলামী ব্যাংক – সোমবার আসছে ভারতের গোয়েন্দা দল

nia সোমবার আসছে এনআইএ, তদন্ত পরিকল্পনায় ইসলামী ব্যাংকডেস্ক রিপোর্ট : পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণে বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাআ’তুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর যোগসূত্র নিয়ে আরো তথ্য জোগাড় করতে আগামী সোমবার বাংলাদেশ আসছে দেশটির তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) একটি দল। আইজি সঞ্জীব কুমার সিংয়ের নেতৃত্বে তদন্তকারী দলটি ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় যাবে। প্রাথমিকভাবে রাজশাহী ও সাতক্ষীরার মতো জঙ্গি অধ্যূষিত এলাকাগুলোতে তদন্ত চালাবে এনআইএ। দলের অন্য সদস্যদের মধ্যে থাকছেন দুই ডিআইজি অনুরাগ টাংখা ও সাজিদ ফারিদ সাপো। সফরকালে তারা বাংলাদেশে আটক কয়েকজন জঙ্গিকে জেরা করার পাশাপাশি কয়েকটি ব্যাংকের সঙ্গে কথা বলবেন। এর মধ্যে ইসলামী ব্যাংকও রয়েছে।

ঢাকা ইতোমধ্যে এ ব্যাপারে দিল্লিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে। গত ১০ নভেম্বর বাংলাদেশের স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানিয়েছিলেন, এ বিষয়ে দিল্লির লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে অনুমতি দিয়েছে বাংলাদেশ। শুক্রবার কলকাতার দৈনিক বর্তমানের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এনআইএ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বর্ধমান বিস্ফোরণে জেএমবির যোগসূত্রের বিষয়ে যাবতীয় তথ্য তুলে দেয়া হবে বাংলাদেশের গোয়েন্দাদের হাতে। কীভাবে ভারতের মাটি ব্যবহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী নেত্রী খালেদা জিয়াসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করার চক্রান্ত করেছিল জঙ্গিরা, সে বিষয়েও জানানো হবে ঢাকাকে।
সম্প্রতি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও গোয়েন্দা বিভাগ জেএমবি ও আনসারুল্লাহ বাংলাটিমের কয়েকজন গুরুত্বপূর্ণ জঙ্গিকে আটক করেছে। এনআইএর দাবি, এই জঙ্গিদের সঙ্গে কোনো না কোনোভাবে পশ্চিমবঙ্গের জঙ্গিদের সম্পর্ক রয়েছে। তাদেরকেও জেরা করবে এনআইএ। পশ্চিমবঙ্গের জঙ্গিদের অর্থ জোগানের বিষয়েও বাংলাদেশের কয়েকটি ব্যাংকের সঙ্গে কথা কথা বলবে জাতীয় তদন্তকারী সংস্থা। এর মধ্যে ইসলামি ব্যাংকও রয়েছে।

গত ১১ নভেম্বর দৈনিক বর্তমানের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, ওই দিনই এনআইএ এর চার-পাঁচ সদস্যের একটি দিল দিল্লি থেকে ঢাকা পৌঁছাবে। আর ওইদিনই নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ফরাজীকান্দা থেকে মনোয়ার হোসেন মনা নামে এক ওয়েল্ডিং মিস্ত্রিকে আটক করে র‌্যাব। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি বর্ধমান বিস্ফোরণের ‘অন্যতম হোতা’ সাজিদের ভাই বলে দাবি করে আসছেন ভারতীয় গোয়েন্দারা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া