adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্কুলে শিশুকে আটকে রেখে কোচিং ফি দাবি

Basabu স্কুলে শিশুকে আটকে রেখে কোচিং ফি দাবিনিজস্ব প্রতিবেদক : প্রাথমিক সমাপনী পরীক্ষার (পিএসসি) কোচিং ফি আদায় করতে পঞ্চম শ্রেণীর ৪-৬ জন শিক্ষার্থীকে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে রাজধানীর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের বাসাবো শাখার বিরুদ্ধে। অভিযোগকারী দাবি করেছেন, কোচিং ফি আদায়ে এই শিশুদের দুপুরে রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়। নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর ছাড়া হয় তাদের।
ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র পিয়াসের চাচা রিপন অভিযোগ করেছেন, সমাপনী পরীক্ষা প্রবেশপত্র সংগ্রহের জন্য শনিবার বেলা ১১টায় স্কুলে যায় পিয়াস। দুপুর ২টার দিকে তার সহপাঠীরা বাসায় ফিরে গেলেও তাকে স্কুল থেকে আসতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ।
রিপন বলেন, ‘বেশ কিছু দিন ধরে পিয়াস স্কুলে টাকা দেয়ার জন্য বলে। কিন্তু তার ডিসেম্বর পর্যন্ত স্কুলে বেতন অগ্রিম দেয়া আছে। তখন সে জানায় স্কুলে বিশেষ ক্লাসের জন্য ১২শ টাকা দিতে হবে। যদিও আগে থেকে স্কুলের শিক্ষকরা এ বিষয়ে আমাদের কিছুই জানায়নি। পিয়াস নিয়মিত যে ভ্যানে স্কুলে যাওয়া-আসা করে তার মোবাইল নম্বর থেকে শনিবার দুপুর ২টার দিকে আমার কাছে ফোন আসে। ওই ফোনে পিয়াস আমাকে জানায় টাকার জন্য স্কুলে তাকে আটকে রাখা হয়েছে। অভিবাবক না গেলে কোনো অবস্থাতেই ছাড়া হবে না।’
রিপন আরো বলেন, ‘ভ্যান চালক আমাকে জানান পিয়াসসহ আরো কয়েকজনকে টাকার জন্য আটকে রাখা হয়েছে। এরপর আমি স্কুলের ক্লাস টিচারকে ফোন দিলে তিনি আমাকে বলেন টাকা দেয়ার জন্য আগেও জানানো হয়েছে। পিয়াস স্কুলে আছে, ম্যাডামের সঙ্গে কথা বলে তাকে স্কুল থেকে নিয়ে যান। ডিসেম্বর পর্যন্ত বেতন নিয়েও কেন আবার কোচং ফি- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটা স্কুলের সিদ্ধান্ত।’

রিপনের এসব অভিযোগের বিষয়ে ভ্যানচালক সোহেলের সঙ্গে কথা হলে তিনি জানান, ৪-৫ জনকে স্কুলে কোচিং ফির জন্য আটকে রাখা হয়েছে। দুপুর ২টার দিকে স্কুল ছুটি হয়। আমি পিয়াসকে আনতে গেলে জানতে পেরেছি পিয়াস কোচিং ফি না দেয়ার কারণে তাকে স্কুলে বসিয়ে রাখা হয়েছে। অভিভাবক গেলেই স্যাররা তাকে ছেড়ে দেবেন। আমি তাকে স্কুলে রেখেই তার চাচাকে ফোন দিয়ে চলে আসি।
তবে ওই বিদ্যালয়ের শিক্ষক তৈয়ব আলী ঘটনাটিকে আটকে রাখা বলছেন না। তার মতে, অভিবাবকদের সঙ্গে কথা বলতেই শিক্ষার্থীদের স্কুলে থাকতে বলা হয়েছিল। তিনি বলেন, ‘বাচ্চাদের বিশেষ ক্লাসের জন্য ১ হাজার ২শ টাকা নির্ধারণ করা হয়েছে। যে বাচ্চারা টাকা দেয়নি তাদের অভিভাবকদের বলা হয়েছে যেন দেখা করে তাদের বাচ্চাদের নিয়ে যায়।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া