adv
১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রক্তাক্ত ও উলঙ্গ অবস্থানের মাধ্যমে পশুর প্রতি ভালোবাসা (ভিডিওসহ)

veganআন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব নিরামিষভোজী দিবসে লন্ডনের ট্রাফালগার স্কয়ারে পশুপ্রেমীরা তাদের গায়ে রক্ত মেখে উলঙ্গ অবস্থায় অবস্থানের মাধ্যমে পশু হত্যার প্রতিবাদ জানিয়েছে।
শনিবার তারা এ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক বার্তা সংস্থা ইন্ডিপেন্ডেন্ট।

প্রায় একশ’ সমর্থক ‘জীবনকে নির্বাচন করুন নিরামিষভোজী হিসেবে’ ও  ‘প্রতি বছর এক বিলিয়ন পশু হত্যা করা হয় মাংসের জন্য’ লেখা প্লাকার্ড নিয়ে সেখানে অবস্থান করে। পশু অধিকার সংরক্ষনকারী সংঘঠন পথচারীদের মধ্যে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করে।

সংঘঠনটি অন্যদের নিরামিষ ভোজে আগ্রহী করার জন্য কাজ করে যাচ্ছে। উল্লেখ পেটার পরিচালক মিমি বেকহেচি বলেন বলেন পশুরা ব্যথা, ভয়, ভালোবাসা, উল্লাস সবকিছুই অনুভব করতে পারে এবং বিলিয়নের বেশী পশু প্রতিবছর হত্যা করা হচ্ছে যা আসলে পরিবেশের জন্য খুব বড় হুমকি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া