adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আপডেট – নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৫

দুর্ঘটনাকবলিত কেয়া পরিবহণের বাস (ছবি : ভিডিও খেকে সংগৃহীত)ডেস্ক রিপোর্ট : নাটোরের বড়াইগ্রামে ঢাকা-নাটোর মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৫ জন নিহত হয়েছেন। এতে  আহত হয়েছেন  কমপক্ষে ২৫ জন ।
নাটোর জেলা প্রশাসক মশিউর রহমান ৩৫ জন নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন। সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে মহাসড়কের রাজ্জাকের মোড়ে কেয়া পরিবহনের একটি বাস ও স্থানীয় অথৈ পরিবহণের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২৩ জন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় ১২ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাৎতক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আহতদের নাটোর সদর হাসপাতাল, বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এলাকাবাসীর সহায়তায় নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা ততপরতা চালাচ্ছেন।
ক্ষুব্ধ লোকজন ঢাকা-নাটোর মহাসড়ক অবরোধ করে। পরে আবার যান চলাচল শুরু হয়। ঘটনাস্থল  ঘিরে রেখেছে পুলিশ। নাটোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া