adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে শেখ হাসিনার আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনাডেস্ক রিপোর্ট : ২০২১ সালের মধ্যে শিল্পনির্ভর মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হওয়ার পথে সহায়তা করতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এজন্য বিদেশি বিনিয়োগকারীরা বর্তমান সরকারের বিনিয়োগ সহায়ক নীতির সুবিধা নিতে পারেন বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার নিউ ইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে আমেরিকান চেম্বার ও আমেরিকান বিজনেস কাউন্সিলের মধ্যাহ্নভোজে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।
বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ সহজ করতে নেওয়া তার সরকারের বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী নেতাদের সামনে তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ৩৩১ মিলিয়ন ডলারে পৌঁছালেও সক্ষমতার তুলনায় তা অনেক কম।

বাংলাদেশে জ্বালানি ও বিদ্যুত খাত ছাড়াও আরও বেশকিছু খাতে বিনিয়োগের সম্ভাবনা তৈরি হচ্ছে জানিয়ে তিনি এসব খাতে আরও বেশি বিনিয়োগ আহ্বান করেন।
বিদেশি বিনিয়োগ আকর্ষণে সহজ কর অবকাশ সুবিধা, কম শুল্কে যন্ত্রপাতি আমদানি, বিদেশি বিনিয়োগকারীদের জন্য শতভাগ সমান সুবিধা, বাধাহীন এক্সিট পলিসি, মুনাফা নিজ দেশে নেওয়াসহ নানা সুবিধা দেওয়া হচ্ছে বলে জানান শেখ হাসিনা।
তিনি বলেন, বাংলাদেশে সাতটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিদেশি বিনিয়োগকারীরা জমি নিয়ে শ্রমঘন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবেন। এক্ষেত্রে বাংলাদেশের ৮ কোটি তরুণ জনশক্তি এবং ১৬ কোটি ক্রেতার বিশাল বাজার বিনিয়োগকারীদের সহায়ক হবে বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা বলেন, সরকার বিদ্যুত-জ্বালানি ছাড়াও জাহাজ নির্মাণ শিল্প, সার, অটোমোবাইল ও লাইট, কৃষি প্রক্রিয়াকরণ, ওষুধ, সিরামিক, প্লাস্টিক, পাটপণ্য, তথ্য-প্রযুক্তি, সমুদ্র সম্পদ আহরণ, পর্যটন, চিকিতসা সরঞ্জাম এবং টেলিযোগাযোগ খাতে সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়াতে আগ্রহী।
বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করে বেশি মুনাফা অর্জনের পাশাপাশি দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
এসময় মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য তার সরকারের দেয়া বিভিন্ন সুবিধার কথাও তুলে ধরেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা চুক্তির (টিকফা) ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে আশা প্রকাশ করেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করা শেখ হাসিনা এদিন ভয়েস অফ আমেরিকাকে একটি সাক্ষাতকার দেন। ব্যবসায়ীদের অনুষ্ঠানের পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গে তার বৈঠক করার কথা।
এছাড়া কমনওয়েলথ সরকার প্রধানদের আলোচনা সভায় যোগ দেওয়া ছাড়াও নিউ ইয়র্কে বাংলাদেশ হাউজে নৈশভোজে অংশ নেবেন তিনি।
শনিবার সাধারণ পরিষদে বক্তব্য দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এর ফাঁকে তিনি আরো কয়েকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকও করবেন। আগামী ২৯ সেপ্টেম্বর নিউইয়র্ক ছেড়ে লন্ডনে যাত্রাবিরতি দিয়ে ২ অক্টোবর ঢাকায় ফিরবেন শেখ হাসিনা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া