adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩৫ কেজি ওজনের গাউনে আনুশকা

অনুশকা শর্মাবিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী অনুশকা শর্মা তার নতুন ছবি ‘বম্বে ভেলভেট’ এর শুটিং নিয়ে বেশ ব্যস্ত আছেন। ছবিতে একজন জ্যাজ এর চরিত্রে অভিনয় করছেন তিনি। আর সেই চরিত্রের জন্যেই পরতে হলো ৩৫ কেজি ওজনের ভারি একটি গাউন। 
এছাড়াও ছবিতে অনুশকার জন্য মোট ১৪৪টি পোশাক ডিজাইন করা হয়েছিলো। সবুজ ও সোনালী রঙের গাউনটি ডিজাইন করেছেন নিহারিকা ওয়াসিন। তিনি জানিয়েছেন, ‘এই দৃশ্যে অনুশকাকে একটি ক্লাবে দেখা যাবে। আর এই দৃশ্যের আগে পোশাকটি পরতে তার দু‘ঘণ্টা সময় লেগেছে এমনকি এটাকে বয়ে নিয়ে যেতে দুজন সহকারির সাহায্য নেন। তবে ভাগ্য ভালো গাউনটি পরে অনুশকাকে নাচতে হয়নি।’
নিহারিকা ২০১০ সালে ‘দ্য ডার্টি পিকচার‘ ছবির পোশাক ডিজাইনের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এর আগে তিনি আনুশকার ‘ব্যন্ড বাজা বারাত’ ছবির পোশাক ডিজাইন করেছিলেন। নিহারিকা জানান এই পোশাকটি তার জন্য চ্যালেঞ্জ ছিলো আর পুরো বছর ধরেই এর ডিজাইন করেছেন তিনি। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া