adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এরশাদ বললেন – টেলিভিশনে হুমকি আর বিবৃতিতে আন্দোলন হয় না

ershad1নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপি মাঠে নেই। আছে শুধু টেলিভিশনে হুমকি আর বিবৃতি। টেলিভিশনে আর বিবৃতিতে আন্দোলন হয় না।
 রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। এরশাদ বলেন, টিআইবি সবসময় তির্যক রিপোর্ট দেয়। দেশে সুশাসনের অভাব। খুন-জখম বাড়ছে। প্রতিকার নেই। সুশাসন প্রতিষ্ঠা না হলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না।
তিনি বলেন, আমরা সংসদে বিরোধীদলের ভূমিকা পালন করতে চাই। বিরোধিতার মানে যদি অশ্রাব্য কথাবার্তা, ফাইল ছোঁড়াছুঁড়ি ওয়াকআউট হয়; আমরা তা চাই না। আমরা হরতালে বিশ্বাসী নই। শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। এরশাদ বলেন, জাপা মৃত ছিলো। জাপায় এখন প্রাণসঞ্চার হয়েছে। দশবছর পর ছাত্রসমাজের কাউন্সিল হয়েছে। জাপা এখন জেগে উঠেছে। আগামীতে আমাদের লক্ষ্য ১৫১ সিট পেয়ে  আমরা ক্ষমতায় যাবো।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জাপার ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি। পরিচালনা করেন সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল।
 ইফতার মাহফিলে জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, রওশন আরা মান্নান এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু প্রমুখ উপস্থিত ছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া