adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিভান্ত – শিভরাম এর ভালোবাসা

জমজ শিশুর ভালোবাসা !ডেস্ক রিপোর্ট : শিভান্ত আর শিভরাম। জমজ ভাই। তাদের জš§ মধ্য ভারতের রায়পুর গ্রামের কাছাকাছি স্থানে। জমজ হলেও অন্য জমজের থেকে তারা একটু আলাদা।
শরীর দু’টো হলেও একটিই কোমর ভাগাভাগি করেন তারা! দু’টো শরীরই অভিন্ন কোমরের সাথে জোড়া লাগানো। দুটো শরীরের চারটি হাত থাকলেও পা দু’টি। ফলে যে কোন জায়গায় যাবার জন্য তাদের পায়ের সাথে হাতেরও সাহায্য নিতে হয়।
১২ বছরের এই শিশু দু’টি তাদের খাওয়া, লেখাপড়া এমনকি তাদের ইচ্ছাও শেয়ার করে থাকেন। কারণ প্রাত্যহিক নানান কর্মকাণ্ডের মধ্যেও তাদের বোঝাপোড়াটা বেশ। যদিও গোসল খাওয়া লেখাপড়া সব কাজ করতে তাদের ভালোই কষ্ট হয়। তবুও দু’জনের প্রতি দু’জনের ভালোবাসা এই কষ্টকে হার মানিয়ে দেয়।
অবাক করার ব্যাপার হলো, এতে মোটেও অসুখী নয় শিভান্ত ও শিভরাম। বরং চিকিতসা করে দু’জনে আলাদা শরীরে বিভক্ত হতেও নারাজ মিথুন রাশির এই জমজ। সত্যিকার ভালোবাসার রূপ কি এমনই হয়? এই প্রশ্নের জবাব হয়তো অনেকেরই জানা নেই।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া