adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তালেবানের সঙ্গে ওবামার বন্দি বিনিময় চুক্তি

সার্জেন্ট বো বার্গডালআন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তার প্রশাসন আফগানিস্তানের তালেবানের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করেছে। এ চুক্তি অনুযায়ী তালেবানের হাতে প্রায় পাঁচ বছর ধরে আটক মার্কিন সেনা সার্জেন্ট বো বার্গডাল মুক্তি পেয়েছেন বলে জানিয়েছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস।
২৮ বছর বয়সী এ সেনাকে সুস্থ অবস্থায় আফগানিস্তানে মার্কিন বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ২০০৯ সালের ৩০ জুন তালেবানের হাতে বন্দি হয়েছিলেন বার্গডাল। মুক্তি পাওয়ার পর তাকে আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে বাগরাম বিমান ঘাঁটিতে সরিয়ে নেয়া হয়েছে। পরে তাকে বিমানে করে জার্মানিতে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর চিকিতসা কেন্দ্রে নেয়া হবে। 
বার্গডাল মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তার মা-বাবা হোয়াইট হাউজে ওবামার সঙ্গে মিলিত হন।  
অন্যদিকে চুক্তি অনুযায়ী কিউবার নির্যাতন শিবির গুয়ান্টানামো বে থেকে পাঁচ আফগান বন্দিকে মুক্তি দেয়া হয়েছে এবং তাদেরকে কাতারের হাতে তুলে দেয়া হয়েছে। দেশটি এ চুক্তির মধ্যস্থতা করেছে এবং এ  জন্য এক বার্তায় কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওবামা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া