adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওবায়েদুল কাদের বললেন- ভারতের নির্বাচনে উদ্বিগ্ন-উল্লসিত হওয়ার কিছু নেই

Obaidul-Kaderনিজস্ব প্রতিবেদক : ভারতের ১৬তম লোকসভা নির্বাচন নিয়ে আমাদের উল্লসিত বা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনার ৩৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি এ আলোচনা সভার আয়োজন করে।
কাদের বলেন, ভারতের জনগণ তাদের পছন্দের দলকে ভোট দিয়ে নির্বাচিত করছে। এ নির্বাচন নিয়ে আমাদের আমাদের উল্লসিত বা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া র‌্যাব বিলুপ্তির দাবি জানিয়েছেন। খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন সময়ে র‌্যাব গঠন করেছিলেন, তাদের স্বাধীনতা পদক দিয়েছিলেন। এখন তাদের রাজনৈতিক দুর্বলতার কারণে র‌্যাব বিলুপ্ত করার দাবি জানাচ্ছেন।
‘বিএনপি ক্ষমতায় গেলে র‌্যাব বিলুপ্ত করবে কি-না’ খালেদা জিয়ার কাছে প্রশ্ন রাখেন যোগাযোগ মন্ত্রী।
ওবায়দুল কাদের আরও বলেন, বাংলাদেশেও ১০ম জাতীয় সংসদ নির্বাচন হবে কি-না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একনিষ্ঠ চেষ্টায় দেশের গণতন্ত্র আবারও রক্ষা পেয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া