adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় জুনিয়র এ্যাথলেটিক কাল শুরু

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমক্রীড়া প্রতিবেদক : ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের ব্যবস্থাপনায় শুক্রবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ওয়ালটন এয়ার কন্ডিশনার ৩০তম জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স টুর্নামেন্ট শুরু হচ্ছে।
দেশের ৬৪টি জেলা থেকে ৩৩টি ইভেন্টে চার শতাধিক বালক-বালিকা এ্যাথলেটে অংশ গ্রহন করছে। গরমের কারণে টুর্নামেন্টের খেলা দুই ভাগে সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
কাল ৪০০ মিটার স্প্রিন্টের বাছাইয়ের মধ্য দিয়ে শুরু হবে এবারের জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স প্রতিযোগিতা। প্রতিযোগিতায় যে সকল এ্যাথলেটরা জাতীয় রেকর্ড গড়বেন তাদের বিশেষ ভাবে পুরস্কৃত করবে ওয়ালটন। এবং ফেডারেশনের প থেকে প্রত্যেককে দেয়া হবে পাঁচ হাজার করে টাকা। 
এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিওএর উপ-মহাসচিব বাদল রায়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের কর্মকর্তা এফএম ইকবাল বিন আনোয়ার।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া