adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা সমাবেশ করে আন্দোলনে নামবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক : ছয় বিভাগে মুক্তিযোদ্ধা সমাবেশ করে রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর নেতৃত্ব থাকবে দলটির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। বৃহস্পতিবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মতবিনিময়কালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরামর্শে এ সমাবেশ করার সিদ্ধান্ত নেয় সংগঠনটি।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাৎ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাদেরকে দেশের ছয়টি বিভাগে সমাবেশ করার কথা বলেছেন। আমরা সে অনুযায়ী ছয়টি বিভাগে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।
 তিনি বলেন, প্রথমে চট্টগ্রাম, পরে রংপুরের দিনাজপুর, রাজশাহীর বগুড়া, সিলেট ও অন্য দুটি স্থানে আমরা সমাবেশ করবো।
এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর নাম মুছে ফেলেছে। এরা এখন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে ফেলার অপচেষ্টায় লিপ্ত।
জিয়াউর রহমানকে নিয়ে লেখা ‘মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ অহংকার জিয়াউর রহমান বীর উত্তম’ শীর্ষক বই এর মোড়ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা সমন্বিত এই স্মরণিকাটি মুক্তিযুদ্ধের একটি প্রামাণ্য দলিল হিসেবে উপস্থাপিত হবে বলে আমি বিশ্বাস করি।
বইটির প্রকাশনায় মুক্তিযোদ্ধা দল, সম্পাদনা করেছেন সৈয়দ নাজমুল আহসান।
স্মরণিকায় লিখেছেন, ডা. জাফরুল্লাহ চৌধূরী, মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ, শমসের মবিন চৌধূরী, সাদেক খান, মহিউদ্দিন আহমেদ, আবুল হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, কল্যাণপার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইব্রাহিম, মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, ইসমাইল হোসেন বেঙ্গল, মুক্তিযোদ্ধা শাহ আবু জাফর আহমেদ প্রমুখ।
এছাড়া মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের নেতৃত্বে শফীউজ্জামান খোকন, সাদেক আহমেদ খান, সৈয়দ হারুনুর রশীদ, মিজানুর রহমান খান বীর প্রতীক, মোস্তফা শাহাবুদ্দীন রেজা, আবুল হোসেন, মহিউদ্দিন আহমেদ শাজাহানসহ ৬০ জন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া