adv
১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ন্যান্সি জে পাওলের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: দুদেশের মধ্যে সম্পর্কে চিড় ধরানো কূটনৈতিক বিরোধের মধ্যে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ন্যান্সি জে পাওয়েল পদত্যাগ করেছেন। তিনি প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সোমবার দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিকে উদ্ধৃত করে ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ৩৭ বছরের দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে মে মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের ডেলওয়ারে নিজ বাড়িতে ফেরার পরিকল্পনা রয়েছে পাওয়ালের। এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতীয় গণমাধ্যমে সপ্তাহখানেক আগেও কানাঘুষা চলছিল যে পাওয়েলকে সরিয়ে রাজনৈতিক নিয়োগ দিতে যাচ্ছে ওবামা প্রশাসন। গুজরাটের মুখ্যমন্ত্রী ও লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে সময়ক্ষেপণ করেছিলেন এবং ইউপিএর পররাষ্ট্র নীতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক পাওয়েলের বিপক্ষে গেছে কূটনৈতিক সূত্রের খবর। তবে যুক্তরাষ্ট্র মোদির সঙ্গে সম্পর্ক উষ্ণ করতে উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত নিলে গত ১৩ ফেব্রুয়ারি তার সঙ্গে দেখা করেন পাওয়েল, যার মধ্য দিয়ে এই বিজেপি নেতার ওপর আরোপিত নয় বছরের নিষেধাজ্ঞার সমাপ্তি ঘটল। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাবেক ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের ঘটনা প্রতিকারে এবং নরেন্দ্র মোদির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে আরো উদ্যোগী ভূমিকা পালন না করায় যুক্তরাষ্ট্র ও ভারত উভয় দেশের কর্মকর্তাদের মধ্যে পাওয়ালকে নিয়ে সমালোচনা রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া