adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পৃথিবীর কোথাও নির্দলীয়ভাবে নির্বাচন নজিরবিহীন : জয়

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবেই হওয়া উচিত। কেননা পৃথিবীর কোনো দেশেই নির্দলীয়ভাবে নির্বাচন হতে  দেখিনি।আইসিটি সেক্টর নিয়ে নরওয়েসহ চারটি দেশ সফরের যাওয়ার প্রাক্কালে বুধবার সকাল পৌনে সাতটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এ কথা বলেন জয়।প্রসঙ্গত, এর আগে রংপুর সফরকালেও জয় স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার পক্ষে মত দেন। ইতিমধ্যে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামও একই মত দিয়েছেন।জয় বলেন, আমি পৃথিবীর কোনো দেশেই নির্দলীয়ভাবে নির্বাচন হতে  দেখিনি। কেবলমাত্র বাংলাদেশেই হয়। যথাশিগগিরই দলীয়ভাবেই নির্বাচন করার ব্যবস্থা রাখা উচিত বলে মনে করি।আইসিটি সেক্টরে গত পাঁচ বছরে ১০ গুণ রফতানি বেড়েছে দাবি করে তিনি জানান, আমাদের লক্ষ্য ছিল গত পাঁচ বছরে দেশের প্রধান রফতানিখাত হবে আইসিটি  সেক্টর। পাঁচ বছর আগেও এদেশের আইসিটি রফতানির পরিমাণ ছিল মাত্র ২৫ মিলিয়ন ডলার যা বর্তমানে দাঁড়িয়েছে ২০০ মিলিয়ন ডলারে। আমরা চাই আগামী পাঁচ বছরে এটি আরো সামনের দিকে এগিয়ে যাবে।জয় বলেন, দেশে তরুণদের জোয়ার চলছে। এই তরুণরা দেশকে এগিয়ে নিয়ে যাবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তা তরুণদের মাধ্যমেই সফল করতে হবে। ভবিষ্যতে এই কাজ আরো এগিয়ে যাবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া