adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় ব্যাংক লুটের ঘটনায় গ্রেপ্তার ৮ জনকে রিমান্ডের আবেদন

ডেস্ক রিপোর্ট : বগুড়ায় আদমদীঘিতে সুড়ঙ্গ  খুঁড়ে সোনালী ব্যাংকের ভল্ট  থেকে টাকা লুটের ঘটনায় আটজনকে  গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদমদীঘি থানার ওসি নজরুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে। এরা হলেন, ব্যাংকের নিরাপত্তারী মিলন, পূর্ণ দেব, রুহুল আমিন, নজরুল ইসলাম, ফার্নিচার দোকান মালিক আশরাফুল, কর্মচারী শাহিন, শফিকুল ইসলাম ও  মৃদুল। ওসি নজরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে এ আটজনকে সন্দেহ হওয়ায় তাদের  গ্রেপ্তার  দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের আপাতত ছেড়ে দেয়া হয়েছে। সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে পরবর্তী পদপে নেয়া হবে। আদমদীঘি বাসস্ট্যান্ডের কাছে বিপ্লব ফার্নিচারের দোকান থেকে সুড়ঙ্গ কেটে সংলগ্ন সোনালী ব্যাংকের শাখার ভল্ট থেকে ৩০ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা লুটের বিষয়টি শনিবার বিকালে ধরা পড়ে। টাকা লুটের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রোববার সকাল পর্যন্ত ১৩ জনকে আটক করা হয়েছিল। ঘটনা তদন্তে রাজশাহী জোনের মহাব্যবস্থাপক (জিএম) এ টি এম আফজাল হোসেনের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উপ-মহা ব্যবস্থাপক (ডিজিএম) মুর্তজা আলীর নেতৃত্বে আরেকটি কমিটি করা হয়েছে। এর আগে গত ২৬ জানুয়ারি কিশোরগঞ্জ শহরে সোনালী ব্যাংকের অফিসে সুড়ঙ্গ খুড়ে ১৬ কোটি ৯০ লাখ টাকা চুরি হয়। দুদিনের মাথায় এই চুরির হোতা সোহেল ওরফে হাবিবসহ দুজনকে  গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাদের কাছ থেকে চুরির ১৬ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা উদ্ধার করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া