adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জামায়াতকে কেন ভোট দিয়েছে তা জনগণই জানে

ঢাকা: উপজেলা নির্বাচনে ভোটাররা জামায়াতকে কেন ভোট দিয়েছে তা জনগণই বলতে পারবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন‍, ‘জামায়াত একটি জনবিচ্ছিন্ন ও গণবিরোধী দল। তারপরও ১২টি উপজেলায় জনগণ তাদের ভোট দিয়েছে। তবে জামায়াতকে জনগণ কেন যে ভোট দিয়েছে তা জনগণই ভালো জানে।’

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে লেখক জীবন ইসলামের‌‌ ‘ভালো আছি’ উপন্যাসের মোড়ক উম্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘উপজেলা নির্বাচনে সবদলের অংশগহণ প্রমাণ করে, নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হয়েছে।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ইনু বলেন, ‘সব নির্বাচনে কিছু না কিছু অভিযোগ থাকে। এ নির্বাচনে সব দলের অংশগ্রহণ প্রমাণ করে নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হয়েছে।'

বিএনপির সব অভিযোগ সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।

উপজেলা নির্বাচনে বিএনপির এগিয়ে থাকা সরকারের জনপ্রিয়তায় ঘাটতি আছে প্রমাণ করে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সরকারের জয়প্রিয়তা হ্রাস এত সহজ নয়। তবে ব্যাপক গবেষণা করে বলা যাবে সরকারের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে কি না।’

ইনু বলেন, ‘যুদ্ধের সময় একে অপরে মারামারি করা জায়েজ। কিন্তু শিশু ও বৃদ্ধ হত্যা, নারী ধর্ষণ, ধর্মীয় উপাসনালয়ে হামলা করা নাজায়েজ। মন্দিরে হামলা ও মন্দিরের পুরোহিতদের হত্যা করা যুদ্ধাপরাধ। এগুলো যারা করেছে তারা যুদ্ধাপরাধী। তাদের জেলে না পুরলে দেশে শান্তি আসবে না।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সবাই যুদ্ধ করেছে। কিন্তু পাকিস্তানিরা ধর্মীয় উপসনালয়ে হামলা করেছে, পুরোহিতদের হত্যা করেছে, নারীদের ধর্ষণ করেছে। তাদের যারা সহযোগিতা করেছে তারা সবাই যুদ্ধাপরাধী। তাদের বিচার হচ্ছে এবং হওয়া উচিৎ।’

সাহিত্যিক কে জি মোস্তফার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, লায়ন নজরুল ইসলাম প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া