adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তিন মোড়লের হাতেই আইসিসি

image_76446_0ঢাকা: শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটির প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামো সংস্কারের প্রস্তাব গৃহিত হয়েছে। এই সংস্কার প্রস্তাবে তিন মোড়ল হিসেবে খ্যাত ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের হাতেই ব্যাপক প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষমতা থাকবে বলে সিদ্ধান্ত হয়। তবে এই বৈঠকে দ্বি-স্তর নীতির টেস্ট ক্রিকেট বিষয়ে কোন আলোচনা হয়নি।ওই সভা শেষে ইস্যুকৃত প্রেস রিলিজ থেকে বিষয়টি জানা যায়।

এই প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি এন শ্রীনিবাসন আগামী জুলাই থেকে আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। একইসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার(সিএ) চেয়ারম্যান ওয়ালি অ্যাডওয়ার্ডস নতুন করে গঠিত হওয়া নির্বাহী কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এই কমিটি আইসিসি বোর্ডের কাছে রিপোর্ট পেশ করবে।

অন্যদিকে ইসিবি চেয়ারম্যান জাইলস ক্লার্ক আইসিসির অর্থ এবং বাণিজ্য সম্পর্কিত কমিটির প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। আইসিসির এই প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় নতুন এই সিদ্ধান্ত ২০১৬ সাল পর্যন্ত প্রাথমিকভাবে কার্যকর হবে। এই প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই পুনর্গঠন প্রস্তাবটি ভোটে দেয়া হয় এবং প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়েই তা গৃহীত হয়। আইসিসির পূর্ণ সদস্য রাষ্ট্রদের মধ্যে ৮টি দেশ এই প্রস্তাবকে সমর্থন করে। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড(এসএলসি) এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেয়। তারা এই পুনর্গঠন প্রস্তাবটি আরো আলোচনা সাপেক্ষ হিসেবে মতামত দেয়।

এই বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, আইসিসির পুর্ন সদস্য রাষ্ট্রগুলো পারস্পরিক সম্মতির ভিত্তিতে দ্বি-পাক্ষীয় সিরিজে অংশ নেবে। এক্ষেত্রে আইসিসির বর্তমান ফিউচার ট্যুর প্রোগ্রামটি ২০২৩ সাল পর্যন্ত সংস্কার করার বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়। এছাড়াও এ বৈঠকে আইসিসি সহযোগী দেশগুলোর পুর্ন সদস্যপদ বা টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির দরজাও খুলে দেয়া হয়। আগামীতে ইন্টারকন্টিনেন্টাল কাপজয়ী সহযোগী দেশটি আইসিসি র‌্যাঙ্কিংয়ের নীচের সারির দেশের সঙ্গে প্লে-অফ ম্যাচে অংশ নেবে। তারা যদি এখানে সাফল্য পায় তাহলে পুর্ন সদস্যপদ পেয়ে যাবে।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া