adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশ না ধরলে আত্মহত্যা করতাম

image_74893_0 (1)ঠাকুরগাঁও: প্রেমের মায়াজালে জড়িয়ে সম্ভ্রম লুটে নিয়ে নিজের হাতে গলা টিপে ভালবাসার মানুষটিকে হত্যা করেছে প্রেমিক। পরে আটক হয়েছে পুলিশের কাছে। স্বীকার করেছে তার ‘ভালবাসার’ মানুষকে নিজ হাতে হত্যার কথা।

প্রেমিকার নাম গোলাপী। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার পীরপালীগাঁও এলাকার সপ্তম শ্রেণীর ছাত্রী। আর খুনী প্রেমিক একরামুল (২১) একই জেলার বালিয়াডাঙ্গীর লাহিড়ী মাছঘুড়িয়া এলাকার বাসিন্দা।

একরাম পুলিশকে জানিয়েছেন, ‘ও আমাকে মিথ্যা কথা বলেছে। সেই অপরাধের শাস্তি দিতে নিজের হাতেই তাকে হত্যা করেছি।’



এদিকে, গোলাপী হত্যাকাণ্ডের কথা মনে হতেই আতঙ্কিত হয়ে উঠছে অনেক তরুণীসহ সাধারণ মানুষ। তবে কোনো প্রতিক্রিয়া নেই একরামুলের মধ্যে। একেবারেই নির্বিকার। তবে পুলিশের কাছে এটাও স্বীকার করেছেন তিনি নিজেরই চাচ্ছিলেন পুলিশ তাকে ধরুক। পুলিশের হাতে ধরা না পড়লে তিনি আত্মহত্যা করতেন বলেও জানিয়ে দিয়েছেন।

মঙ্গলবার ভোরে ঠাকুরগাঁও গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল গোলাপী হত্যার মূলহোতা একরামুলকে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী মাছঘুড়িয়া এলাকা গ্রেপ্তার করেছে।

কীভাবে খুন: মোবাইল ফোনে কথা বলতে গিয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী গোপালীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একরামের। কয়েক মাস ধরে ফোনে কথা বলার পর সম্পর্ক আরো ঘনিষ্ট হয়। একদিন গোলাপীর মোবাইল ফোনে কল দেন একরামুল। সেদিন এক ছেলে ওই কল রিসিভ করে। এরপর একরামুল প্রেমিকা গোলাপীর কাছে ছেলেটির বিষয়ে জানতে চান। কিন্তু প্রেমিকা বিষয়টি এড়িয়ে যায়। এতে একরামুলের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।

এরই এক পর্যায়ে গত ১৪ জানুয়ারি একরামুল ও গোলাপীর প্রথম দেখা হয়। সারাদিন ধরে তারা হাত ধরে ঘোরাফেরা করে। সন্ধ্যায় দু’জনে বাড়ি ফেরার ঠিক আগ মুহূর্তে একরামুল আবারো ছেলেটির প্রসঙ্গ তুলে তার পরিচয় জানতে চান। তখনও গোলাপী আগের মতোই নিরুত্তর থাকে। এতে ক্ষিপ্ত হয়ে যান একরাম। পরে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর এলাকায় একটি জঙ্গলে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এরপর একরামুল আবারো ওই ছেলেটি সম্পর্কে জানতে চান। এরপরেও ছেলেটি সম্পর্কে কোনো কিছু বলতে না চাইলে ক্ষিপ্ত হয়ে গোলাপীর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন তিনি।

ঘটনার পরদিন ১৫ জানুয়ারি ভানোর এলাকা থেকে অজ্ঞাতনামা কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। ময়না তদন্তের পর পরিচয় পাওয়া গেলে থানায় হত্যা মামলা করা হয়। নিহতের পরিবারের দেয়া তথ্য নিয়ে ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ১৩ দিন পর মঙ্গলবার ভোরে হত্যাকাণ্ডের মূলহোতা একরামুলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের উপ-পরিদর্শক রওশোনারাসহ একটি টিম।

ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, পুশিল তথ্যপ্রযুক্তির মাধ্যমে গোলাপী হত্যার মূলহোতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। সে খুনের কথা স্বীকার করেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া