adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আড়াই বছরের শিশুর বিরুদ্ধে ডাকাতির অভিযোগে এফআইআর!

image_65073_0লাহোর: ডাকাতির অভিযোগ আড়াই বছরের শিশুর বিরুদ্ধে! শুধু তাই নয়, পুলিশও তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। বিস্ময়কর হলেও বাস্তবে এমনটাই ঘটেছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এক আড়াই বছরের শিশুর বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে এফআইআর দায়ের করেছে পুলিশ। আর্শাদ নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে শিশু সাউদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুলতানের দৌলত গেট থানার পুলিশ। সাউদের মায়ের সঙ্গে আর্শাদের সম্পত্তি সংক্রান্ত বিবাদের পরিণতিতেই পুলিশের খাতায় নাম উঠেছে ওই ক্ষুদের। একটি পাক টিভি চ্যানেল এ খবর জানিয়েছে।



গত সপ্তাহে সাউদের মা আদালতের কাছে এব্যাপারে অভিযোগ জানানোর পর ঘটনাটি প্রকাশ্যে এসেছে। মায়ের কাছে সব শুনে আদালত দৌলত গেট থানার কাছ থেকে ব্যাখ্যা তলব করে। এরপরই নড়েচড়ে বসেছে প্রশাসন। এক পদস্থ পুলিশ অফিসার জানিয়েছেন, থানার হাউস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। পুলিশ বিভাগের কাছে বিষয়টি খুবই বিড়ম্বনার বলেও তিনি মন্তব্য করেছেন। হাউস অফিসারের অভিযুক্তের বয়স সম্পর্কে নিশ্চিত হওয়া উচিত ছিল। কিন্তু তিনি তা না করেই মুখের কথায় দায়সারা এফআইআর দায়ের করেছেন বলেও মন্তব্য করেছেন ওই পুলিশঅফিসার। সাউদের মায়ের দাবি, আর্শাদ তার সম্পত্তি কিনতে চেয়েছিল। কিন্তু তিনি ওই প্রস্তাবে রাজি না হওয়াতেই তাদের পরিবারের ওপর চাপ দিতেই আর্শাদ হাউস অফিসারের ওপর প্রভাব খাটিয়ে ওই এফআইআর দায়ের করেন।



এদিকে, পোলিও টিকাকরণ কর্মসূচিতে নিযুক্ত মহিলা ও পুরুষ স্বাস্থ্যকর্মীদের উপর তালিবানি ও অন্যান্য জঙ্গিদের হামলা অব্যাহত আছে। গত কয়েক দিনে পাকিস্তানে  চার-পাঁচজন পোলিও টিকাকরণ কর্মী নিহত হয়েছেন জঙ্গি হামলায়। পোলিওর ওষুধ খাওয়ানো ইসলাম বিরুদ্ধে এবং এতে প্রজনন ক্ষমতা কমে যায় বলে অভিযোগ জঙ্গি ও মৌলবাদীদের। এদিন তালিবানি ডেরা লক্ষ্য করে সোয়াত উপত্যকা এবং ডেরা ইসমাইল খান এলাকায় ব্যাপক বোমা বর্ষণ করেছে পাকিস্তানি বায়ুসেনার বিমান। আশঙ্কা, জঙ্গি দমন অভিযানে অসামরিক ও উপজাতি লোকজন হতাহত হয়েছেন।  তালিবানি হামলায় ১৩ পাক সেনা নিহত হওয়ার পরই জঙ্গি দমন অভিযান শুরু করে পাক সেনা।– সংবাদ সংস্থা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া