adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার খালেদার সংবাদ সম্মেলন আসছে নতুন কর্মসূচি

image_63916_0ঢাকা: নির্বাচন ঠেকানো যায়নি তাই এবার নতুন সরকারের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি ও সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী ১৫ জানুয়ারি বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে তিনি এ সংবাদ সম্মেলন করবেন বলে ১৮ দলের একটি সূত্রে জানা গেছে।

তবে সংবাদ সম্মেলন বৃহস্পতিবারও হতে পারে বলে আরেকটি সূত্রে জানা গেছে।

সোমবার রাত নয়টার দিকে প্রায় দুই মাস পর খালেদা জিয়ার সঙ্গে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক শুরু হয়। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হওয়া এই বৈঠক শেষ হয় রাত পৌনে ১১টায়।

বৈঠক শেষে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ সাংবাদিকদের বলেন, “১৮ দলের বৈঠকে আমাদের ভুলত্রুটি, আন্দোলনে ব্যর্থতা, নতুন আন্দোলন এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়েছে। কয়েক দিনের মধ্যে খালেদা জিয়া সংবাদ সম্মেলন করবেন।” তবে কবে এই সংবাদ সম্মেলন করবেন তা স্পষ্ট করেননি তিনি।

অলি বলেন, “বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে দেশের জনগণ ভোটকেন্দ্রে যায়নি। এটিই ১৮ দলীয় জোটের সাফল্য। এ জন্য নেতাকর্মী ও দেশবাসীকে জোটের পক্ষ থেকে বৈঠকে অভিনন্দন জানানো হয়েছে।”

পরবর্তী কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘কয়েকদিনের মধ্যেই নতুন কর্মসূচি দেয়া হবে। জোটনেত্রী খালেদা জিয়ার সংবাদ সম্মেলনেই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।’

এছাড়াও বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, বিরোধীদলীয় নেতাকর্মীদের গুম, হত্যা, মামলা, আটকের বিষয়টি বৈঠকে আলোচনা হয় বলেও তিনি জানান।

নতুন কর্মসূচির বিষয়ে জানতে চাইলে অন্য একটি দলের মহাসচিব নতুন বার্তা ডটকমকে বলেন, “দশম সংসদের প্রথম অধিবেশন বসবে ২৯ জানুয়ারি। ওইদিনসহ দু’দিনের হরতাল অথবা, একদিন হরতাল এবং আরেক দিন একদলীয় নির্বাচনে গঠিত এ ‘অবৈধ’ সরকারের বিরুদ্ধে কালো পতাকা মিছিল হতে পারে।”

আন্দোলনের ব্যর্থতা নিয়ে আলোচনায় কী উঠে এসেছে জানতে চাইলে বৈঠকে উপস্থিত ছিলেন জোটের একটি দলের চেয়ারম্যান বলেন, তৃনমূলে আন্দোলন চাঙ্গা করা গেলেও রাজধানী ছিল একদম সাড়া পড়েনি।এ বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা হয়েছে।এজন্য বিএনপিসহ অন্যান্য দলের কেন্দ্রীয় নেতাদের ব্যর্থতাকে দায়ী করা হয়েছে।

খালেদা জিয়া ছাড়া বৈঠকে ১৮ দলের নেতাদের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, জামায়াত ইসলামের কর্ম-পরিষদ সদস্য রেদোয়ান উল্লাহ শাহেদী, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, কল্যাণ পার্টির সভাপতি মে. জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম  প্রমুখ উপস্থিত ছিলেন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া