adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংগ্রাম কমিটি লাপাত্তা, খালেদার নির্দেশই ভরসা

image_70769_0ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচনকে ‘একতরফা’ আখ্যা দিয়ে যে কোনো মূল্যে এই নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে আসছে প্রধান বিরোধী দল বিএনপি। নির্বাচন প্রতিহতের জন্য সারাদেশে কেন্দ্রভিত্তিক সংগ্রাম কমিটিও গঠন করেছে দলটি। তা সত্ত্বেও নিজেদের সাংগঠনিক দূর্বলতা আর সরকারের কঠোর অবস্থানের কারণে নির্বাচন ঠেকানোর হুঁশিয়ারি ভেস্তে গেছে। এখন নির্বাচন বর্জনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশই ভরসা।

শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানালেও নির্বাচন প্রতিহত বা সংগ্রাম কমিটির বিষয়ে কিছুই বলেননি।

গত অক্টোবরের প্রথম সপ্তাহে সিলেটের জনসভায় নির্বাচন প্রতিহতের জন্য সারাদেশে কেন্দ্রভিত্তিক সংগ্রাম কমিটি গঠনের ঘোষণা দেন বেগম খালেদা জিয়া। অক্টোবরের মধ্যেই কমিটি গঠন করে তালিকা কেন্দ্রে পাঠানো হয়।

জানা গেছে, দেশের প্রতিটি জেলা-উপজেলা, মহানগর-পৌরসভা থেকে ইউনিয়নে গঠন করা হয় এ কমিটি। সংগ্রাম কমিটির প্রতিটি ইউনিটে সম্পৃক্ত করা হয় বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি, গত পাঁচ বছরে সরকারের কর্মকাণ্ডে অসন্তুষ্ট ও ক্ষতিগ্রস্ত বিভিন্ন মহল এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিদের। সর্বাধিক সংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে কোনো কোনো স্থানে আলাদা কমিটি করে বিএনপি ও জোটের শরিকদলগুলো।



একাধিক সংগ্রাম কমিটি সূত্রে জানা গেছে, কেন্দ্র থেকে সংগ্রাম কমিটিগুলোকে মনিটরিং না করা, দলের সিনিয়র নেতাসহ কমিটির নেতাদের আত্নগোপনে থাকা ও দিক নির্দেশনা না দেয়ায় কমিটিগুলো ঠিকমতো কাজ করেনি। সর্বপোরি আইন-শৃঙ্খলাবাহিনীর কঠোর অবস্থানের কারণে সংগ্রাম কমিটি প্রকাশ্যে মাঠেই নামতে পারেনি। তারপরও যে যেভাবে পেরেছে এলাকার লোকজনকে ভোট না দেয়ার জন্য কাজ করেছেন।

তবে নির্বাচনের দিন পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীর সর্তকতার মুখে সংগ্রাম কমিটি কতটা ভূমিকা রাখতে পারবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ পোষন করেন তারা।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বাংলামেইলকে বলেন, ‘আমি মনে করি, আসলে নির্বাচন তো ঠেকানো হয়েই গেছে। প্রধান বিরোধী জোট অংশ না নেয়ায় এমনিতেই এ নির্বাচন প্রশ্নবিদ্ধ। তার ওপরে এ নির্বাচনে কোন বিদেশি পর্যবেক্ষক আসছে না। তাই এ নির্বাচনের কোনো গ্রহনযোগ্যতা নেই।’

তিনি আরা বলেন, ‘সংগ্রাম কমিটিগুলো তাদের মতো করে কাজ করেছে। নির্বাচন ঠেকানো মানে তো এই নয় যে সশস্ত্রভাবে ঠেকানো।’

জনগণ এখন অনেক সচেতন। বিএনপি চেয়ারপারসনের আহ্বানে সাড়া দিয়ে জনগণ এই নির্বাচন বর্জন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সিলেট মহানগর বিএনপি সভাপতি এমএ হক বাংলামেইলকে বলেন, ‘আন্দোলনের পাশাপাশি নির্বাচন প্রতিহত করতে আমার এলাকায় সংগ্রাম কমিটি কাজ করছে। জনসাধারণ যেন ভোট দিতে না যায় সেজন্য সবাই কাজ করছে। পুলিশের সাঁড়াশি অভিযানের কারণে প্রকাশ্যে থাকাই দায়। দেখি নির্বাচনের দিন কি হয়।’

নির্বাচনে ২০ শতাংশ ভোটও পড়বে না বলে আশা প্রকাশ করেন তিনি।

দলীয় সূত্র দাবি করছে- তাদের কাছে তথ্য আছে, এ নির্বাচনে শতকারা ২০ ভাগ ভোটারও ভোট দেবেন না। আর ৫০ শতাংশের বেশি ভোট না পড়লে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তাই ভোটারদের ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতে মাঠ পর্যায়ে পুরোদমে কাজ করছে সংগ্রাম কমিটি।

আর যারা এই একদলীয় নির্বাচনে ভোট দিতে যাবেন তাদের চিহ্নিত করে রাখা হবে বলেও জানান তারা।

দলীয় সূত্রে আরো জানা গেছে, এখন নির্বাচন ঠেকানোর আর কোনো সুযোগ নেই। তাই কঠোর একটি আন্দোলনের মাধ্যমে নির্বাচনের পর কিভাবে সরকারকে আরেকটি নির্বাচনের ঘোষণা দিতে বাধ্য করা যায় সেই কৌশল নিয়ে ভাবছে বিএনপি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া