adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিসবাহ-ইউনিসের সেঞ্চুরিতে আবুধাবির নিয়ন্ত্রণ নিল পাকিস্তান

image_62094_0আবুধাবি: অভিজ্ঞ পাকিস্তানি ব্যাটসম্যান ইউনিস খান এবং অধিনায়ক মিসবাহ উল হক দেখা পেয়েছেন সেঞ্চুরির। প্রথম দিনে পেসারদের দাপটের পর দ্বিতীয় দিনে দুই ব্যাটসম্যানের দাপটে  শ্রীলংকার বিপক্ষে আবুধাবি টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে পাকিস্তান।

এই দু’জনে চতুর্থ উইকেটে ২১৮ রান যোগ করলে চারজন ব্যাটসম্যানকে হারিয়ে দ্বিতীয় দিনে ৩২৭ রান জমা হয় পাকিস্তানের স্কোরবোর্ডে। ফলে শ্রীলংকার চেয়ে ১২৩ রানে এগিয়ে যায় পাকিস্তান।

ডানহাতি স্টাইলিশ ব্যাটসম্যান ইউনিস খান বাঁহাতি শ্রীলংকান স্পিনার রঙ্গনা হেরাথকে কাভার বাউন্ডারি পার করে দেখা পান ২৩তম টেস্ট সেঞ্চুরির। শামিন্দা ইরাংগার বলে ১৩৬ রানে বোল্ড হওয়ার আগে ১৯টি বাউন্ডারি এবং একটি ছক্কা হাঁকান ইউনিস।

পঞ্চম টেস্ট সেঞ্চুরির দিকে এগোতে গিয়ে কিছুটা খোলসের মধ্যে ঢুকে যান পাকিস্তানি অধিনায়ক মিসবাহ। সচিত্র সেনানায়েকেকের বলে একটা সিংগেলস নিয়ে শতরান পূর্ণ করার সময়টাতে তার খেলা হয়ে যায় ২৪১ বল। দিনের খেলা শেষ হওয়ার সময়টাতে ১৩ বাউন্ডারিতে ১০৫ রানে অপরাজিত থাকা মিসবাহর সঙ্গী ছিলেন ১২ রানে অপরাজিত আসাদ শফিক।

এক উইকেটের বিনিময়ে ৪৬ রানে দিন শুরু করা পাকিস্তান দল মোহাম্মদ হাফিজকে (১১) হারায় দিনের শুরুতেই। পেসার সুরংগা লাকমলের বলে শর্ট কাভারে কুশল সিলভার হাতে বল জমা দেন হাফিজ। এছাড়া অভিষিক্ত ব্যাটসম্যান আহমেদ শেহজাদ ৩৮ রানের মাথায় ইরাংগার বলে পুল করতে গিয়ে স্কোয়ার লেগে দিমুথ করুণারতেœর তালুবন্দি হন। দিনের পরের অংশটা যে দুই পাকিস্তানী ব্যাটসম্যানের, সেটা বলা হয়ে গেছে আগেই।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া