adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চুমকির মনোনয়ন নিতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

image_54302_0গাজীপুর: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে স্ট্রোক করে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল বাতেন পালোয়ান (৬৫) মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বুধবার দুপুরে তিনি মারা যান।

কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, দুপুরে আবদুল বাতেন পালোয়ান উপজেলার অন্যান্য সিনিয়র আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঢাকায় আওয়ামী লীগ কার্যালয়ে মেহের আফরোজ চুমকির জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে যান। এ সময় প্রতিমন্ত্রীসহ কালীগঞ্জের দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। সেখানে সিঁড়ি দিয়ে উপড়ে ওঠার সময় হঠাৎ তিনি ঢলে পড়লে সঙ্গের লোকজন তাকে ধরে প্রতিমন্ত্রীর গাড়িতে করে বারডেম হাসপাতালে নিয়ে যায়।

পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে তার লাশ মগবাজারের ৪১, গ্রীন ওয়ের বাসায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে প্রথম জানাজা পড়ে পিজির হিমাগারে লাশ রাখা হবে। তার এক ছেলে অস্ট্রেলিয়া এমবিএ পড়ছে, এক মেয়ে স্বপরিবারে কানাডায় থাকে। তারা এলে আগামী শুক্রবার বাদ জুমা পুনরায় জানাজা শেষে কালীগঞ্জের হরিদেবপুর গ্রামের বাড়িতে তার নির্মিত মসজিদ ও মাদরাসার পাশে দাফন করা হবে।

কালীগঞ্জের বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন আওয়ামী লীগ নেতা আবদুল বাতেন পালোয়ান মৃত্যুতে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার গভীর শোক প্রকাশ করেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার জানান, যেহেতু তিনি মুক্তিযোদ্ধা ছিলেন তাই তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া