adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কথা বলতে পারেন না গোলাম আযম- সিসিইউতে ভর্তি

 গোলাম আযম

 

 

 

 

 

 

 

নিজস্ব প্রতিবেদক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অন্যতম আসামী গোলাম আযমের কণ্ঠে আওয়াজ নেই। ভীষণ অসুস্থ তিনি। তাকে সিসিইউ ( করোনারী কেয়ার ইউনিট) তে নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিতসা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেলে হঠাত অসুস্থ্য হয়ে পড়লে তাকে সিসিইউতে পাঠানো হয়। 

এদিকে গোলাম আযমের পারিবারের একজন সদস্য জানিয়েছেন, গোলাম আযমের শারীরিক অবস্থা মোটেই ভালো নয়। মূলত অপুষ্টি তাকে দুর্বল করে দিয়েছে। প্রিজন সেলে অপুষ্টিতে ভুগছিলেন গোলাম আযম। 
পরিবারের ওই ঘনিষ্ট সদস্যটি আরও বলেন, গত মাসেও গুরুতর অসুস্থ হয়ে পড়লে গোলাম আযমকে সিসিইউতে পাঠানো হয়। সেবার প্রায় দুই সপ্তাহ সেখানে রাখা হয়। 
তিনি দাবি করেন, ওই সময় তাকে সারিয়ে তুলতে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় সেগুলো শরীরে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে এখন আরও অসুস্থ হয়ে পড়েছেন। 

ঢাকা সেন্ট্রাল জেলের সিনিয়র জেল সুপার ফরমান আলী জানান, শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকেলে গোলাম আযমকে সিসিইউতে পাঠানো হয়। শুক্রবার দুপুর পর্যন্ত তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।    

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া