adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যাদের ২টি গাড়ি ও ৮ হাজার বর্গফুট সম্পত্তি আছে, তাদের জন্য সারচার্জ

নিজস্ব প্রতিবেদক : ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যাঁদের নিজ নামে দুটি গাড়ি রয়েছে ও সিটি করপোরেশন এলাকায় মোট ৮ হাজার বর্গফুট আয়তনের গৃহসম্পত্তি আছে, তাঁদের সারচার্জের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
এ ছাড়া করমুক্ত আয়ের সাধারণ সীমা আগের মতোই আড়াই লাখেই অপরিবর্তিত রাখা হয়েছে। নারী ও ৬৫ বছরের ওপরে বয়সের করদাতার করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকাই থাকছে। এ ছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা চার লাখ ও গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়ের সীমা ৪ লাখ ২৫ হাজারে অপরিবর্তিত রয়েছে।

আড়াই লাখ টাকার পর চার লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ১০ শতাংশ, পরবর্তী পাঁচ লাখ টাকা পর্যন্ত ১৫ শতাংশ, পরবর্তী ছয় লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ২০ শতাংশ ও পরবর্তী ৩০ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ২৫ শতাংশ ও ৩০ লাখের ওপরে মোট আয়ের ওপর ৩০ শতাংশ কর থাকছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর হার আড়াই শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে।
মোবাইল ফোন অপারেটর কোম্পানি সরকারি হলে ৪০ শতাংশ ও বেসরকারি হলে ৪৫ শতাংশ কর আরোপের প্রস্তাব করা হয়েছে। এটা আগের মতোই বহাল থাকছে।
তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিতে নিয়োজিত করদাতার কর হার ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। পাবলিক লিমিটেড কোম্পানি হলে কর হার সাড়ে ১২ শতাংশ এবং সবুজ কারখানার জন্য ১২ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
চলতি অর্থবছরের বাজেটে মূল্য সংযোজন কর ৯টি সংকুচিত হারে আরোপ করা আছে। এবারে এই ৯টি হার কমিয়ে ৫টিতে নামানো হয়েছে। হারগুলো হচ্ছে ২, ৪.৫, ৫, ৭ ও ১০।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2018
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া