adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে বিতর্কিত হলেও সাংহাই চলচ্চিত্র উৎসবে ‘ডুব’

DUBবিনােদন ডেস্ক : মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’এবার ‘সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল’র মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। ছবিটির বাংলাদেশে মুক্তি অনিশ্চয়তায় পড়লেও এখন পর্যন্ত বিদেশের একাধিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে। আগামী ১৭ থেকে ২৫ জুন সাংহাই চলচ্চিত্র উৎসব চলবে। সমাপনী দিনে জানানো হবে বিজয়ীদের নাম।

এই উৎসবে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেতা ইরফান খান, অভিনেত্রী তিশা, পার্নো মিত্র, প্রযোজক, আব্দুল আজিজ ও অশোক ধানুকা অংশ নেওয়ার কথা রয়েছে।

ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশে জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের এসকে মুভিজ। ছবিটির সহ–প্রযোজক ভারতের প্রখ্যাত অভিনেতা ইরফান খান। ‘ডুব’ ছবিতে অভিনয়ও করেছেন তিনি। আরও অভিনয় করেছেন তিশা, রোকেয়া প্রাচী, পার্নো মিত্র প্রমুখ।

ছবিটিতে বাংলাদেশের নন্দিত লেখক হুমায়ূন আহমেদের ব্যক্তিজীবনকে তুলে ধরা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এমন অভিযোগ জানিয়ে তথ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওন। এরই পরিপ্রেক্ষিতে ছবিটির বাংলাদেশে মুক্তি আপাতত স্থগিত রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া