adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেষটায় ভালো করতে চান মাহমুদউল্লাহ

QCY-fz20131127200525ঢাকা: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা থেকে আর একটি ম্যাচ দূরে গাজী ট্যাংক ক্রিকেটার্স। তাদের সামনে শেষ ম্যাচে বাঁধা প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে ১০টিতেই জিতেছে মাহমুদউল্লাহ বাহিনী। সমান অবস্থা প্রতিপক্ষেরও। অঘোষিত এই ফাইনালে তাই উত্তেজনার কমতি নেই। কিন্তু এতদিনের ভালো পারফরমেন্স ধরে রেখে শেষটা সফল হতে চান গাজী ট্যাংক অধিনায়ক।

রাজনৈতিক অস্থিরতার কারণে বুধবারের ম্যাচটি শুক্রবারে স্থানান্তর করা হয়েছে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে ম্যাচটি। শিরোপা হাতে তোলার প্রস্তুতি নিয়ে সাহারা ক্রিকেট অ্যাকাডেমিতে সাংবাদিকদের সামনে হাজির হলেন জাতীয় দলের এই সহঅধিনায়ক। মাহমুদউল্লাহ বলেন,‘প্রস্তুতি ভালো। দু’দলই ভালো ক্রিকেট খেলছে। আশাকরি ফাইনালটা ভালো হবে।’

নামের সঙ্গে পারফরমেন্সেও এগিয়ে। সব মিলিয়ে কোনো প্রত্যাশার চাপ আছে, নাকি এখান থেকে অনুপ্রেরণা পাচ্ছেন। এমন প্রশ্নে গাজী ট্যাংকের অধিনায়ক বলেন,‘এই ধরনের কিছু মনে হচ্ছে না। তবে ওরা খুব বিশেষ দল। সামনের ম্যাচটি ভালো খেলতে চাই। আমাদের যে ছোট ছোট ভুলগুলো ছিল সেগুলোকে শুধরাতে চাই। ছোট ছোট ভুল গুলোর কারণে আগের ম্যাচগুলো আমরা হেরেছি। চেষ্টা করবো সেগুলো বাদ দেওয়ার।’

আফতাব আহমেদের ইনজুরি নিয়ে শঙ্কা নেই জানালেন মাহমুদউল্লাহ,‘গত ম্যাচে আফতাব ইনজুরিতে ছিল। আশা করি শেষ ম্যাচে ও সুস্থ হয়ে যাবে। রুবেলের অবস্থাও ভালো। দুজনই মাঠে নামবে আশা করছি।’

দলে ব্যক্তিগত পারফরমারদের নিয়ে আশাবাদী তিনি,‘আমি বলব না প্রাইম দোলেশ্বর ছোটখাটো দল। আসলে তারা ভালো ক্রিকেট খেলেছে। তাদের টিম কন্ডিশন ভালো ছিলো। আমাদের দলের মধ্যে বিদেশী খেলোয়াড়রাসহ দেশী খেলোয়াড়রা ভালো করেছে। রকিবুল ভালো ক্রিকেট খেলছে। এছাড়া বোলারদের মধ্যে রুবেল ও শহিদুল ভালো ক্রিকেট খেলছে। সবাই আলাদাভাবে ভালো করছে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া