adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একটি সিনেমার গল্পে প্রসেনজিৎ নয়, থাকছেন আলমগীর

alamgirবিনােদন ডেস্ক : নায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ থেকে সরে দাঁড়িয়েছেন কলকাতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে কী কারণে সরে দাঁড়িয়েছেন তা জানা যায়নি। এতে চলচ্চিত্র পরিচালকের চরিত্রে অভিনয় করার কথা ছিল প্রসেনজিতের। এখন ওই চরিত্রটি করবেন আলমগীর নিজে।

এদিকে প্রসেনজিতের বিপরীতে থাকার কথা ছিল পূর্ণিমার। তিনিও সরে দাঁড়িয়েছেন ছবিটি থেকে। কারণ হিসেবে পূর্ণিমা বলছিলেন, ‘ছবিটি করার খুব ইচ্ছা ছিল। কিন্তু শেষ পর্যন্ত নিজেই সরে দাঁড়ালাম। শুরুতে প্রসেনজিৎ যে চরিত্রটিতে অভিনয় করার কথা জানিয়েছিলেন সেটি এখন আলমগীর সাহেব নিজেই করবেন। আমি তার বিপরীতে কিভাবে অভিনয় করি! রসায়ন কি জমবে? দর্শকও মানবে বলে মনে হয় না। শুধু শুধু ছবির ক্ষতি করে তো লাভ নেই। তাই নিজেই সরে দাঁড়ালাম।’

ছবিটির অন্য দুটি চরিত্রে আছেন আরিফিন শুভ ও কলকাতার পাওলি দাম।

‘একটি সিনেমার গল্প’ আলমগীর পরিচালিত ষষ্ঠ ছবি। এর আগে নির্মাণ করেছেন নিষ্পাপ, নির্মম, বৌমা, মায়ের দোয়া ও মায়ের আর্শীবাদ। নতুন ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে আলমগীরের প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্ট ও ভারতের এসকে মুভিজ। তত্ত্বাবধানে থাকছে জাজ মাল্টিমিডিয়া। শুটিং শুরু হবে সেপ্টেম্বরে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া