adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজনৈতিক অস্থিরতায় বিপাকে ৭০ লাখ পো্ল্ট্রি খামারি

image_58923_0ঢাকা: রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা, হরতাল আর অবরোধের কারণে বিপাকে পড়েছে প্রায় ৭০ লাখ খামারি। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ কো-অর্ডিনেশন কমিটি তাদের চরম অনিশ্চয়তায় পড়ার কথা জানিয়েছে।

বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিপিআইসিসি আয়োজিত ‘পোল্ট্রিশিল্প রক্ষায় রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন এখনই’ শীর্ষক সংবাদ সম্মেলনে একথা জানান সংগঠনের নেতারা।

বিপিআইসিসি এর আহ্বায়ক মসিউর রহমান বলেন, “অমিত সম্ভাবনাময় যে শিল্পটি জাতীয় অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে শক্তিশালী ভূমিকা রাখতে শুরু করেছিল তা রাজনৈতিক সংকটের কারণে আজ মৃতপ্রায় পোল্টিশিল্পে পরিণত হয়েছে।”

তিনি আরো বলেন, “হরতাল-অবরোধের কারণে বাচ্চা, মুরগী এবং ফিড সরবরাহকারী গাড়ি ভাঙচুরের শিকার হচ্ছে। রাস্তায় মুরগির বাচ্চার গাড়িতে আগুন দেয়া হচ্ছে, আটকা পড়ে মারা যাচ্ছে অসংখ্য বাচ্চা। প্রতি সপ্তাহে প্রায় ২০ লাখ বাচ্চা বাধ্য হয়ে মেরে ফেলতে হয় উৎপাদনকারীদের।”

গত তিন মাসে এই শিল্পে লোকসানের পরিমাণ চার হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি।

এ সময় রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পোল্ট্রির বাচ্চা, মুরগি, ডিম, ফিড এবং ওষুধ বহনকারী গাড়িকে হরতালের আওতামুক্ত রাখতে এবং রাজনৈতিক সহিংসতা বন্ধ করে দেশে শান্তি ফিরিয়ে আনুন।

অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক মশিউর রহমানের সভাপতিতে আরো উপস্থিত ছিলেন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর মহাসচিব সাইদুর রহমান, ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক ফজলে রহিম খান শাহরিয়ার,  বাংলাদেশ এগ প্রডিউসারস অ্যাসোসিয়েশনের সভাপতি তাহের আহমেদ, ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক রফিকুল হক প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া