adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাসা ছাড়তে বললে বাড়িওয়ালার বিরুদ্ধে ব্যবস্থা

ডেস্ক রিপাের্ট : চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানো এবং চিকিৎসাক্ষেত্রে জড়িত চিকিৎসক-নার্সদের মধ্যে কেউ কেউ বাড়িওয়ালার বিরূপ আচরণের শিকার হয়েছেন। এমন দু-তিনটি ঘটনা ইতিমধ্যেই শনাক্ত হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিচ্ছেন এমন ডাক্তার-নার্সদের বাসা ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রামের একাধিক বাড়িওয়ালা।

বিষয়টি নজরে আসার পরপরই এই বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান। তিনি বলেন, চিকিৎসক-নার্সরাই এখন করোনাযুদ্ধের অগ্রণী সৈনিক। তারাই চিকিৎসা-সেবা দিয়ে রোগীর জীবন বাঁচানোর চেষ্টা করছেন। কিন্তু এমন চিকিৎসক-নার্সদের কোনো কোনো বাড়িওয়ালা বাসা ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন।

যা চরম অমানবিক। এমন আচরণ সহ্য করা যায় না। তাই যদি বাড়িওয়ালা চিকিৎসক-নার্সদের বাসা ছেড়ে দেওয়ার নির্দেশনা দেন, তাহলে সংশ্লিষ্ট বাড়িওয়ালার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, চিকিৎসক বাঁচলেই চিকিৎসা হবে, নার্স বাঁচলে সেবা চলবে। এখন যদি তাঁদেরকে বাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয় তাহলে চলবে না।

এমন অমানবিক আচরণের শিকার হলে সংশ্লিষ্ট ডাক্তার-নার্সদের সিএমপির হটনম্বর ০১৪০০৪০০৪০০/ ০১৮৮০৮০৮০৮০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। ডাক্তার-নার্সদের কাছ থেকে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ব্যবস্থা নেবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া