adv
১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চার গোল হজম করে লজ্জার রেকর্ড গড়ল ম্যান ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগের শিরোপার আশা তো সেই কবেই শেষ, ম্যানচেস্টার ইউনাইটেডের চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশাটাও অন্তর্বর্তীকালীন কোচ র‍্যালফ র‍্যাংনিক ছেড়ে দিয়েছিলেন সপ্তাহ দুয়েক আগে। টিমটিমে আশার প্রদীপটা অবশ্য জ্বলছিল, যদি অন্য সব ম্যাচের ফল পক্ষে আসে, দৈববলে যদি দল খেলতে পারে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোদের সেই আশা এক লহমায় শেষ করে দিয়েছে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন, দিয়েছে ৪ গোলের লজ্জা। তাতে একগাদা লজ্জার রেকর্ড গড়ে ফেলেছে দলটি।

ইউনাইটেড হেরেছে এমন এক দলের কাছে তাদেরই মাঠে হেরেছে চলতি বছর যাদের নিজেদের মাঠে জেতার সুখস্মৃতি নেই একটিও। ব্রাইটনের মৌসুমটাও ভালো যাচ্ছে না, ঘরের মাঠে মৌসুমের প্রথমার্ধেও জিতেছে মাত্র তিনটি ম্যাচ। সেই দলটাই প্রথমার্ধে দ্রুতলয়ের পাসিং ফুটবলে দিশেহারা করে ছেড়েছে ইউনাইটেডকে। ১৫ মিনিটে এসে গেছে গোলটাও। মইজেস সেকেইদোর গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি। এ সময়ে ইউনাইটেড গোল হজম করতে পারতো আরও কমপক্ষে দুটো।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া